চকরিয়া সংবাদদাতা: চকরিয়া উপজেলার বেতুয়াবাজারস্থ নারী শিক্ষার্থীদের অন্যতম দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান হযরত ফাতিমা (রাঃ) বালিকা ফাজিল ডিগ্রি মাদরাসার উদ্যোগে ২০২৫ সালের আলিম পরীক্ষার ফলাফলে উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান মাদরাসা মিলনায়তনে সম্পন্ন হয়েছে। গত বুধবার সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ কবির হোছাইন। এসময় উপস্থিত ছিলেন মাদরাসার আলিম শাখার বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকাসহ সংবর্ধিত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে মাদরাসার পক্ষ থেকে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্টসহ শুভেচ্ছা উপহার তুলে দেয়া হয়।