বেলকুচি (সিরাজগঞ্জ) সাংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিরাজগঞ্জ জেলা নায়েবে আমীর, সিরাজগঞ্জ-৫ আসনের জায়ামাত মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ আলী আলম বলেছেন; আলোকিত ও ভাল মানুষ হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে সর্বপ্রথম কুরআনের জ্ঞান বাড়াতে হবে। ছোট্ট বয়স থেকেই নৈতিক জ্ঞানে নিজেদের সমৃদ্ধ করতে হবে। আর নৈতিক ও ইসলামী মূল্যবোধ নিয়ে নিজেদেরকে সু-নাগরিক ও ভাল মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।
সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামী, বেলকুচি উপজেলা’র উদ্যোগে শহীদ ও এতিম পরিবারসহ পথশিশুদের মাঝে ফুড প্যাকেজ বিতরণ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা ও ফুড প্যাকেজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। স্থানীয় শহীদ ইসমাইল হোসেন সিরাজী চত্বরে অনুষ্ঠিত মতবিনিময় সভা ও ফুড প্যাকেজ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল। অনুষ্ঠানে, অন্যান্যো’র মাঝে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা নায়েবে আমীর অধ্যাপক নূর-উন-নবী সরকার,উপজেলা কর্মপরিষদ সদস্য মাওঃ আহসান হাবীব, বেলকুচি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি শরিফুল ইসলাম শরীফ, জামায়াত নেতা গোলাম কিবরিয়া, ডাঃ আব্দুল বাতেন, রুহুল আমীন, আবুল বাশার, আব্দুল বাতেন ও ছাত্রনেতা সোহান আহমদ প্রমুখ।