মোংলা সংবাদদাতা : সুন্দরবনের কালাবগি এলাকায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা মূল্যের ৪৯০ কেজি অবৈধ কাঁকড়া জব্দসহ পাঁচজন কাঁকড়া ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পরিবেশ ও বনজ সম্পদ সুরক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করা হয়। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে মোংলাস্থ কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. মুনতাসীর ইবনে মহসিন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ৯ জানুয়ারি রাত আনুমানিক ৮টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান-এর একটি দল খুলনার দাকোপ থানাধীন সুন্দরবনের কালাবগি সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহজনক কার্যক্রম লক্ষ্য করে ওই এলাকায় তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে প্রায় ৫ লাখ ৩৯ হাজার টাকা মূল্যের ৪৯০ কেজি অবৈধ কাঁকড়া উদ্ধার করা হয় এবং এ ঘটনায় তরুণ সরকার, মনজুর ঢালী, মোহাম্মদ জাহাঙ্গীর গাজী, মাসুম বিল্লাহ ও মোহাম্মদ আজাদ সানা নামে পাঁচজনকে আটক করা হয়। আটককৃত সকলের বাড়ি দাকোপ উপজেলার কালাবগি এলাকায় বলে জানানো হয়েছে।

পরবর্তীতে জব্দকৃত কাঁকড়া ও আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বন বিভাগে হস্তান্তর করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার মো. মুনতাসীর ইবনে মহসিন আরও বলেন, দেশের বনজ ও সামুদ্রিক সম্পদ রক্ষায় কোস্ট গার্ড নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কাঁকড়ার প্রজনন মৌসুম উপলক্ষে প্রতি বছর জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে সুন্দরবন এলাকা থেকে কাঁকড়া শিকার, আহরণ ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ থাকে। এ নিষেধাজ্ঞা অমান্য করলে সংশ্লিষ্ট আইনে শাস্তির বিধান রয়েছে।