আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে ৪৯তম বিসিএসের প্রিলিমিনারি টেস্ট। এই পরীক্ষায় সহায়তার জন্য ৮৫ জন কর্মকর্তাকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) সংযুক্তি দিয়েছে সরকার। গতকাল মঙ্গলবার এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সংযুক্ত দেওয়ার কর্মকর্তাদের সবাই সহকারী সচিব (ক্যাডারবহির্ভূত)। একই প্রজ্ঞাপনে কন্ট্রোলরুমে দায়িত্ব পালনের জন্য ১০ জন নন-ক্যাডার সহকারী সচিবকে নিয়োগ দেয়া হয়েছে। এ কর্মকর্তাদের আগামী ৬ অক্টোবর বেলা ১১টায় প্রথম পর্যায়ে ৪৭ জন এবং দুপুর ২টায় দ্বিতীয় পর্যায়ে ৪৮ জনের ওরিয়েন্টেশনের জন্য বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ে ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে। এ কর্মকর্তাদের নির্ধারিত সময়ে ওয়ার্কশপে অংশগ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে প্রজ্ঞাপনে।
গ্রাম-গঞ্জ-শহর
বিসিএস পরীক্ষায় সহায়তায় ৮৫ সহকারী সচিবকে পিএসসিতে সংযুক্তি
আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে ৪৯তম বিসিএসের প্রিলিমিনারি টেস্ট। এই পরীক্ষায় সহায়তার জন্য ৮৫ জন কর্মকর্তাকে