নরসিংদী সংবাদদাতা : নরসিংদীর মনোহরদীর ব্রহ্মপুত্র নদের পাড় থেকে রুবেল মিয়া (৪২) নমে এক ব্যক্তির লাশ উদ্ধার করছে পুলিশ। সম্প্রতি উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের হাতিরদিয়া বাজারের পশ্চিম পাশে শ্মশান ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদের পাড় থেকে লাশ টি উদ্ধার করা হয়।

নিহত রুবেল মিয়া কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার চরপাড়া (নলবাইদ) গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে। ধারনা করা হচ্ছে গরু চুরি করতে এসে ধাওয়া খেয়ে তার মৃত্যু হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি, ছিনতাই, হত্যা, মাদক মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে হাতিরদিয়া বাজারের পশ্চিম পাশে শ্মশান ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদের পাড়ে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা ৯৯৯ এ কল দিয়ে বিষয়টি জানালে সেখান থেকে মনোহরদী থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ। এসময় স্থানীয়দের মাধ্যমে পরিচয় সনাক্ত না করতে পেরে নরসিংদী পিবিআইকে খবর দেয় পুলিশ। পরে পিবিআই নরসিংদীর একটি দল এসে লাশের পরিচয় সনাক্ত করে। সুরতাল করে মনোহরদী থানায় নিয়ে আসে পুলিশ।