চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা : ভোলা জেলার চরফ্যাশন উপজেলার মিনাবাজারের উত্তর পাশে আব্দুল্লা বাজারের কাছে মোটরসাইকেল দুর্ঘটনায় একটি ছোট মেয়ে নিহত হয়। সোমবার তজুমদ্দিন থেকে দাদার সাথে দাদা বাড়িতে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।
চরফেশনের রসুলপুর ইউনিয়নের করিমপুর গ্রামের মাওলানা আবু সাঈদ করিমপুর থেকে মেয়ের বাড়িতে দাওয়াত খেতে যায়। তজুমদ্দিন এই মেয়ের বাড়িতে তার ছেলের ছোট মেয়ে তামান্না (৪) সেখানেই ছিল। দাদার সাথে চার বছরের নাতিন তামান্না দাদা বাড়িতে আসার জন্য বায়না ধরে। দাদাও তাকে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সাথে মাওলানা আবু সাঈদের মেয়েও ছিল। আসার পথে আব্দুল্লাহপুর ইউনিয়নের আব্দুল্লাহ বাজারের কাছে আসলে মোটরসাইকেলের সামনের চাকা পাংচার হয়ে যায়। ফলে চালক মাওলানা আবু সাঈদ মোটরসাইকেল নিয়ন্ত্রণ করতে না পারলে তা কারেন্টের খাম্বার সাথে আঘাত লেগে তামান্নার মাথা ফেটে মগজ বেরিয়ে যায়। ফলে ঘটনাস্থলেই তামান্না মারা যায়। আবু সাঈদ মারাত্মকভাবে আহত হলে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়।