সাতক্ষীরা সংবাদদাতা
উৎসব মুখর পরিবেশে সাতক্ষীরা-২ আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক।
গতকাল রোববার বিকাল সাড়ে ৪টার দিকে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা মিজ্ আফরোজা আখতারের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন। মিজ্ আফরোজা আখতার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা।
একই সময়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমাদেন সাতক্ষীরা ৩ আসনে জামায়াতের প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার ও সাতক্ষীরা ৪ আসনের প্রার্থী সাবেক এমপি গাজী নজরুল ইসলাম এবং তালা কলারোয়া ১ আসনে জামায়াতের প্রার্থী মুহাম্মদ ইজ্জত উল্লার পক্ষে আসন পরিচালক ডা. মাহমুদুল হক।
এসময় জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, ইসলামি আন্দোলন বাংলাদেশের সাতক্ষীরা জেলা আমির, জামায়াতের জেলা নায়েবে আমীর শেখ নুরুল হুদা, ডা.মাহমুদুল হক, জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারি সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুক, কর্মপরিষদ সদস্য এড আব্দুস সুবহান মুকুল, এড আজিজুল ইসলাম, অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, শহর আসির জাহিদুল ইসলাম, সদর আমীর মাওলানা মোশারফ হোসেন, কালিগঞ্জ আমীর মোহাস্মদ আলী, আশাশুনি আমীর তারিকুজ্জামান তুশার, শহর সেক্রেটারি খোরশেদ আলম, সদর সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।