রংপুর জেলা মটর শ্রমিক ঐক্য পরিষদের বিশেষ সাধারণ সভা গত ২৫শে আগস্ট সোমবার দুপুরে রংপুর কেন্দ্রীয় বাসটার্মিনাল চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-১১৬৩) ভুক্ত শ্রমিকদের ন্যায়্য অধিকার আদায়ের জন্য প্রতিষ্ঠিত এটি একটি ট্রেড ইউনিয়ন। বিগত ২০২৪ সালে ফ্যসিষ্ট স্বৈরচার আওয়ামী লীগ সরকার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ঐ দল ভুক্ত সাবেক কমিটির অনেক নেতা পালিয়ে যায় এবং কেউবা ইউনিয়ন থেকে সড়ে দাঁড়ান। এই সুযোগে অপর একটি সুযোগ সন্ধানী র্স্বাথান্বেষী মহল পর্দার আড়াল থেকে নির্দেশনা দিয়ে রংপুর কেন্দ্রীয় বাসর্টামিনাল দখল করে নেয় এবং পুনরায় এখানে ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করে।
এরই প্রতিবাদে ২৫শে আগষ্ট সোমবার দুপুরে রংপুর কেন্দ্রীয় বাসর্টামিনাল চত্বরে সাধারন শ্রমিক ঐক্য পরিষদের আয়োজনে এই বিশেষ সাধারন সভা অনুষ্ঠিত হয়। জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাবেক আহবায়ক মোফাজ্জল হোসেন সোণার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সহ সভাপতি নুরুল ইসলাম নুরু ড্রাইভার, সাবেক সড়ক সম্পাদক মুকুল ড্রাইভার, সুপারভাইজার জাহিদুল ইসলাম, সফি ড্রাইভার, নজরুল ইসলাম যাদু, শাহজাহান ড্রাইভার, হানিফ ড্রাইভার, আনিছুর রহমান ড্রাইভার অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।
সভায় শ্রমিক নেতৃবৃন্দ অভিয়োগ করেন, রংপুর কেন্দ্রীয় বাসর্টামিনাল থেকে প্রতিদিন ৫০ হাজার টাকা কালেকশন করা হয়। তবে বাসর্টামিনাল দখল করে নেয়া ঐ চক্র গত ১১ মাসের আয়-ব্যায়ের কোন হিসাব সাধারন শ্রমিকদের নিকট দেয়নি। সাধারন মটর শ্রমিকরা এব্যাপারে রংপুরের জেলা ও বিভাগীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
সভায় জানানো হয় আগামী ৫ ই সেপ্টেম্বর সাধারন মটর শ্রমিকরদের নিয়ে সাধারন সভার মাধ্যমে আহবায়ক কমিটি গঠন করে পরর্বতিতে নির্বাচনের আয়োজন করে নতুন মটর শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন করা হবে। শ্রমিক নেতৃবৃন্দ এ ব্যাপারে আইনশৃংখলা বাহিনীর সহযোগিতা কামনা করেছেন। এই সাধারন সভায় ৩ শতাধিক মটর শ্রমিক উপস্থিত ছিলেন।
রাকসু’র ভোট পিছিয়ে ২৮ সেপ্টেম্বর নির্ধারণ
রাবি রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ভোট গ্রহণের তারিখ পিছিয়েছে। পূর্বনির্ধারিত সময়ের ১৩ দিন পর আগামী ২৮ সেপ্টেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
গতকাল বুধবার দুপুরে রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ের সামনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম এ তথ্য জানান। সংশোধিত তফসিল অনুযায়ী ২৪ থেকে ৩১ আগস্ট মনোনয়নপত্র বিতরণ, ১ থেকে ৪ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিল, ৮ ও ৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই, ১১ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ১৪ সেপ্টেম্বর প্রাথমিক তালিকা নিয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ১৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার, ১৬ সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ, এবং ২৮ সেপ্টেম্বর একাডেমিক ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে একই দিন ফলাফল প্রকাশ করা হবে। প্রধান নির্বাচন কমিশনার বলেন, “তফসিল কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। প্রধান নির্বাচন কমিশনারের পরিবর্তন, ভোটকেন্দ্র স্থানান্তরের দাবি, নির্বাচনে নিরাপত্তার বিষয় এবং প্রার্থীদের ডোপ টেস্ট করতে হবে- যা করতে পাঁচ-ছয় দিন সময় লাগবে।”