জুলাই জাতীয় সনদ এর আলোকে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সহ ৫ দফা গণদাবী বাস্তবায়নের দাবীতে বিক্ষোভ মিছিল ও নোয়াখালী জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা। বিক্ষোভ মিছিল পূর্বক বক্তব্য রাখেন নোয়াখালী জেলা জামায়াতের আমীর ইসহাক খন্দকার।

রবিবার (১২ অক্টোবর) সকাল ১০টা ৩০ মিনিটে মাইজদী পৌর বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থায় নেয়। এসময় উপস্থিত নেতা-কর্মীদের সামনে স্মারকলিপি পাঠ করেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন।

৫ দফা দাবীতে উল্লেখ করেন, জুলাই জাতীত সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজন, আগামীতে যাতে কোনো সরকার ফ্যাসিস্ট হয়ে গড়ে উঠতে না পারে সেজন্য উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন নিশ্চিত করতে হবে। সকল দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিচার নিশ্চিত করতে হবে। বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনৈতিক কর্মকান্ড বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে।

স্মারকলিপি পাঠ শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেন নোয়াখালী -৪ আসনের জামায়াতের মনোনীত এমপি প্রার্থী ও জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার, নোয়াখালী -২ মনোনীত এমপি প্রার্থী ও জেলা নায়েবে আমির মাওলানা সাঈয়েদ আহমেদ, নোয়াখালী -৩ মনোনীত এমপি প্রার্থী ও জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন, নোয়াখালী -১ আসনের মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ, নোয়াখালী -৫ মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন, নোয়াখালী -৬ মনোনীত এমপি প্রার্থী এডভোকেট শাহ মাহফুজুর রহমান, শহর আমীর মাওলানা ইউসুফ।

সমাবেশ পরিচালনা করেন, সহকারী সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন ও ইসমাইল হোসেন মানিক। এসময় উপস্থিত ছিলেন জেলা কর্ম পরিষদ সদস্য নাসিমুল গণি চৌধুরী মোহল, ডা. বোরহান উদ্দিন, অধ্যক্ষ নাজমুল হক শামিম, ফখরুল ইসলাম মিলন সহ প্রমুখ নেতৃবৃন্দ।