গ্রাম-গঞ্জ-শহর
চট্টগ্রামে ১৩ লাখ ৮৫ হাজার শিশু খাবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল
ট্টগ্রামে সাড়ে ১৩ লাখ ৮৫ হাজার ৭১৬ শিশুকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ ক্যাপসুল খাওয়ানো হবে ৬-১১ মাসের ও ১২-৫৯ মাসের শিশুকে। আজ শনিবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও জেলা
Printed Edition

ট্টগ্রামে সাড়ে ১৩ লাখ ৮৫ হাজার ৭১৬ শিশুকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ ক্যাপসুল খাওয়ানো হবে ৬-১১ মাসের ও ১২-৫৯ মাসের শিশুকে। আজ শনিবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও জেলা সিভিল সার্জনের উদ্যোগে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালন করা হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এ ক্যাম্পেইন। চট্টগ্রামের সিটি কর্পোরেশনের মেয়র ও চট্টগ্রাম জেলা সিভিল সার্জন পৃথক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
নগরীর টাইগারপাসে নগর ভবনে সাংবাদিক সম্মেলনে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ৫ লাখ ৬০ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করেছে চসিক। এরমধ্যে ৬-১১ মাসের ৯০ হাজার এবং ১২-৫৯ মাসের ৪ লাখ ৭০ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানো হবে।
ক্যাম্পেইনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে তিনি বলেন, সাতটি ইপিআই জোনের আওতায় ৪১ ওয়ার্ডে ১ হাজার ৩২১টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ক্যাম্পেইন চলবে। এর আগে ২০২৪ সালের ১ জুন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে লক্ষ্যমাত্রা অর্জনের হার ছিল ৯৯ শতাংশ। ৬-১১ মাসের ৮৮ হাজার ৫৯০ শিশুর লক্ষ্যমাত্রার বিপরীতে ৮৭ হাজার ৯৫৭ শিশুকে ক্যাপসুল খাওয়ানো হয়েছিল সেবার।
১২-৫৯ মাসের লক্ষ্যমাত্রা ছিল ৪ লাখ ৭১ হাজার ৯৫০ শিশু। এর বিপরীতে ৪ লাখ ৬৮ হাজার ৯৫৯ শিশুকে ক্যাপসুল খাওয়ানো হয়েছিল। অর্জনের হার ছিল ৯৯ দশমিক ৭৮ শতাংশ। মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, কেউ যদি নির্ধারিত দিনে শিশুকে টিকা খাওয়াতে না পারেন তাহলে আমাদের স্থায়ী টিকা কেন্দ্রগুলোতে পরেও টিকা খাওয়াতে পারবেন।
এতে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ ইমাম হোসেন রানা, স্বাস্থ্য কর্মকর্তা ডা. হোসনে আরা, সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. রফিকুল ইসলাম, ডা. তপন কুমার চক্রবর্তী।
নগরীর আন্দরকিল্লায় সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এবার ১৩ লাখ ৮৫ হাজার ৭১৬ জনকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। শনিবার সকালে এই ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন হবে প্রধান উপদেষ্টার বাড়ির কাছে বাথুয়া কমিউনিটি ক্লিনিক কেন্দ্রে।
“এর মধ্যে জেলায় ৮ লাখ ২৫ হাজার ৭১৬ জন এবং সিটি করপোরেশন এলাকায় ৫ লাখ ৬০ হাজার জনকে টিকা খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।”
তিনি বলেন, এবার চট্টগ্রাম জেলার ১৫টি উপজেলায় ২০০টি ইউনিয়নের ৬০০ ওয়ার্ডে ১৭ স্থায়ী কেন্দ্র, ১৫ ভ্রাম্যমাণ কেন্দ্র এবং ৪৮০০ অস্থায়ী কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ৯২ হাজার ৭২৭ জন এবং ১২-৫৯ মাস বয়সী ৭ লাখ ৩২ হাজার ৯৮৯ জন শিশুকে টিকা খাওয়ান হবে।