লক্ষ্মীপুর সংবাদদাতা: লক্ষ্মীপুরে জামায়াতের প্রার্থী এসইউএম রুহুল আমিন ভূঁইয়ার উদ্যোগে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
গত শনিবার সদর উপজেলার রসুলগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করে চররুহিতা ইউনিয়ন জামায়াত। আয়োজকেরা জানান, দিনব্যাপী এ ক্যাম্পে মেডিসিন, শিশু, চর্ম ও যৌন, চক্ষু এবং ডায়াবেটিকসহ বিভিন্ন রোগের পাঁচ শতাধিক রোগী চিকিৎসাসেবা পান।
অনুষ্ঠানের উদ্বোধন করেন লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী রুহুল আমিন ভূঁইয়া। সভাপতিত্ব করেন চররুহিতা ইউনিয়ন জামায়াতের আমীর ওমর ফারুক। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আউয়াল রাসেল, আলিফ মীম হাসপাতালের চেয়ারম্যান আমির হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা কমিটির সহসেক্রেটারি আবুল বাশার, চররুহিতা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আলী আহমেদসহ স্থানীয় নেতারা।