চুয়াডাঙ্গা সংবাদদাতাঃ চুয়াডাঙ্গার দামুড়হুদায় সড়ক দূর্ঘটনায় মা চম্পা খাতুন নিহত ও মেয়ে রোকসানা গুরুতর আহত হয়েছেন। গত রোববার রাতে দামুড়হুদার হোগলডাঙ্গা গ্রামে বাঁধন এগ্রো ফাের্মের কাছে দ্রুতগতির আলমসাধুর সাথে পাখিভ্যানের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চম্পা খাতুন (৫৭) হেমায়েতপুর গ্রামের বুলু মিয়ার স্ত্রী। আহত মেয়ে রোকসানা খাতুন (২৪) দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
গাইবান্ধা : গাইবান্ধা পলাশবাড়ী উপজেলার ব্র্যাক মোড় এলাকার ঢাকা-রংপুর মহাসড়কে মঙ্গলবার বিকেলে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জয়ন্ত কুমার রায় (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত জয়ন্ত কুমার রায় লালমনিরহাটের কালীগঞ্জ থানার তেতুলিয়া গ্রামের ধরনী কান্তের ছেলে।
স্থানীয়রা জানায়, বিকেলে দ্রুতগতির একটি কাভার্ড ভ্যানের সাথে বিপরীতদিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক জয়ন্ত কুমার রায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। এ দুর্ঘটনার খবর পেয়ে পলাশবাড়ী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।
নেত্রকোনা সংবাদদাতা : নেত্রকোনায় পুকুরে চোরের হাত থেকে রক্ষায় পাতা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাঁধন মিয়া (২১) নামের এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোণা এলাকায় অমল দাসের ফিসারিতে এ ঘটনা ঘটেছে। বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার ভোর ছয়টার মধ্যে যে কোন এক সময় এ ঘটনা ঘটে। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ একজনকে আটক করেছে। মারা যাওয়া বাধন মিয়া ঐ এলাকার সিংরাজা গ্রামের কামরুল হাসানের ছেলে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, 'মারা যাওয়ার যুবকের লাশ উদ্ধার করে নেত্রকোনা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তসহ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।'
সরিষাবাড়ী (জামালপুর) জামালপুরের সরিষাবাড়ীতে ক্ষেতে সেচ দিতে গিয়ে সেচপাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোস্তফা মিয়া (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়ীয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কৃষক মোস্তফা উপজেলার কামরাবাদ ইউনিয়নের মৃত পেঁচা মন্ডলের ছেলে বলে জানা গেছে।