চুয়াডাঙ্গায় সাংবাদিক, রাজনৈতিক, আইনজীবী, চিকিৎসক ও অন্যান্য পেশাজীবীদের সম্মানে জেলা জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধায় চুয়াডাঙ্গা চেম্বার ভবনে আয়োজিত ইফতার অনুষ্ঠানে জামায়াতের জেলা সেক্রেটারি আসাদুজ্জামানের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের জেলা আমীরও চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী রুহুল আমিন। এছাড়াও উপস্থিত ছিলেন- জেলা নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, চুয়াডাঙ্গা-১ সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী জেলা সহকারী সেক্রেটারী অ্যাড. মাসুদ পারভেজ রাসেল, আবদুল কাদের, খেলাফত মজলিসের জেলা সভাপতি মুফতি শোয়াইব আহাম্মদ কাসেমি, চুয়াডাঙ্গা বারের সভাপতি সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম, সেক্রেটারী আহসান আলী, স্পেশাল পিপি শাহজাহান মুকুল, জিপি আব্দুল খালেক। এ ছাড়াও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি রাজীব হাসান কচি, সেক্রেটারী বিপুল আশরাফ, প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহ আলম সনি, এনটিভির জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, কালেরকন্ঠের জেলা প্রতিনিধি মানিক আকবর, এটিএন বাংলার জেলা প্রতিনিধি রফিক রহমান, জিটিভির জেলা প্রতিনিধি রিফাত রহমান, যমুনা টিভির জেলা প্রতিনিধি জিসান আহমেদ, ডিবিসির জেলা প্রতিনিধি কামরুজ্জামান সেলিম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আসলাম হোসেন অর্ক, সদস্য সচিব সাফফাতুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি সাগর আহমেদ প্রমুখ।

সংক্ষিপ্ত বক্তব্যে জেলা আমীর রুহুল আমিন বলেন, মানুষের হেদায়েতের জন্য রমযান মাসে কুরআন নাজিল হয়েছে। এ মাস মানুষের হেদায়েত প্রাপ্তির মওসুম, এ মাস মুত্তাকি হওয়ার মাস। রোজার মাসে শ্রেষ্ঠত্ব উপলব্ধি করা যাবে তাকওয়া অর্জনের মধ্য দিয়ে। জামায়াত মানবতার কল্যাণ, দেশ পরিচালনার জন্য যোগ্য মানুষ তৈরী ও আল্লাহর সন্তÍুষ্টি অর্জনের জন্য কাজ করে যাচ্ছে। এ ভিশন বাস্তবায়নের জন্য আমরা আপনাদের সহযোগীতা চাই।