চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক বিশিষ্ট রাজনীতিবিদ এরশাদ উল্লাহকে বুধবার রাত ৯ টায় এভারকেয়ার হাসপাতালে দেখতে ছুটে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য চট্টগ্রাম মহানগরীর নবনির্বাচিত আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।

তিনি এ ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানান আহত জনাব এরশাদ উল্লাহর দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি বলেন

এই ধরনের ঘটনা ঘটতে থাকলে তা দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে দিবে। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে- সকল সহিংসতা বন্ধ করা, অস্ত্রধারী সন্ত্রাসীদের চিহ্নিত করা ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা। তিনি প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান, যেন তারা নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে।

এই সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চান্দগাঁও থানা আমীর মোহাম্মদ ইসমাইল, চট্টগ্রাম ৮ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. মুহাম্মদ আবু নাছের, চান্দগাঁও থানা সেক্রেটারি জসিম উদ্দিন সরকার প্রমুখ।