সিরাজগঞ্জ সংবাদদাতা : ‘অভয়াশ্রম গড়ে তুলি- দেশি মাছে দেশ ভরি’ এই শ্লোগানকে প্রতিপাদ্য করে সিরাজগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ পালন কমসূচী উদ্বোধন করা হয়েছে।
সম্প্রতি কালেক্টরেট ভবনের সামনে আকাশে রংবেরঙের বেলুন উড়িয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।
সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জাতীয় মৎস সপ্তাহ উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে কালেক্টরেট ভবন চত্বর প্রদক্ষিণ করে। রর্্যালিতে জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গণপতি রায়, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম) মোঃ হাফিজুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহীনুর রহমান,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তাগণ সহ মৎস্যজীবিরা অংশ নেন।
গাইবান্ধা
অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি- প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে স্থানীয় স্বাধীনতা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য রর্্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে পৌর পার্কে পোনামাছ অবমুক্ত করেন প্রধান অতিথি জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। গাইবান্ধা জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।
চুয়াডাঙ্গা
‘অভয়াশ্রম গড়ে তুলি,দেশি মাছে দেশ ভরি’ এ শ্লোগানকে ধারন করে চুয়াডাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করে চুয়াডাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের কোর্ট মোড় ঘুরে আবার একই স্থানে এসে শেষ হয়।
পরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান।
কালিগঞ্জ (সাতক্ষীরা)
‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা মৎস্য অফিসের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপিত হয়েছে। সম্প্রতি উপজেলা অফিসার্স ক্লাবে আনুষ্ঠানিকভাবে সপ্তাহব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের কর্মসূচির উদ্বোধন ঘোষণা করা হয়। এর আগে একটি র্যালি বাহির হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অফিসার্স ক্লাবের সামনে যেয়ে শেষ হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা নিবার্হী অফিসার অনুজা মন্ডল।
পার্বতীপুর
‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুরে জাতীয় মৎস সপ্তাহ ২০২৫ উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, পোনামাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়েজনে উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গ্রামবিকাশ মৎস্য কর্মকর্তা জাহিদুল হকের সঞ্চালনায় উপজেলা পরিষদের পুকুরে ২০ কেজি বিভিন্ন প্রজাতির রুই, কাতল ও মৃগেল মাছ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাদ্দাম হোসেন অবমুক্ত করেন।