বর্ডার গার্ড বংলাদেশ (বিজিবি) বান্দরবান সেক্টরের তত্বাবধানে স্থানীয় গরীব, অসহায়, দুঃস্থ, আদিবাসীদের মাঝে স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে সেক্টর সদরে অবস্থিত শহীদ মুহাম্মদ মোশারফ হোসেন পাবলিক স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে মেডিকেল ক্যাম্পেইন আয়োজন করা হয়।

সোমবার (২১ জুলাই) মেডিকেল ক্যাম্পেইনে বান্দরবান সেক্টরের মেডিকেল অফিসার ডা. মোছা: আরিফা ইয়াসমিন এবং মেডিকেল অফিসার বিএ-১০২০৩৪ মেজর এস এম আব্দুস সোবহান, এএমসি স্থানীয়দের মাঝে চিকিৎসা সেবা প্রদান করেন।

মেডিকেল ক্যাম্পেইন এর মাধ্যমে বান্দরবান সদর উপজেলার ক্রাইক্ষ্যংপাড়া, হানসামাপাড়া, বাগমারা এবং বিজিবি পাড়ার গরীব ও অসহায় নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধাসহ সর্বোমোট ১০৪ জন সদস্যের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, ঔষধ বিতরন এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হয়।

বান্দরবান সদর উপজেলার দুর্গম পাহাড়ী এলাকাগুলো এখনও উন্নত চিকিৎসা সেবা হতে বঞ্চিত। এমন পরিস্থিতিতে বান্দরবান সেক্টর সদরসহ অধীনস্থ ইউনিটসমূহ কর্তৃক নিয়মিতভাবে দুর্গম পাহাড়ী এলাকাতে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছে।

উল্লেখ্য, ইতোপূর্বেও বান্দরবান সেক্টর কর্তৃক গরিব ও অসহায়দের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবাসহ বিভিন্ন কল্যানমুলক কর্মকান্ড পরিচালনা করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কল্যানমূলক কর্মকান্ড অব্যাহত থাকবে বলে বিজিবি সুত্রে জানা গেছে।।