চুয়াডাঙ্গা সংবাদদাতা: চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিশাল আকারের অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৮আগস্ট) বিকাল ৪ টার দিকে উপজেলার গোপালপুর গ্রামের মাঠে ধান (হারবেস্টার) মেশিনে জড়িয়ে যাওয়া অবস্থায় স্থানীয়রা অজগরটি উদ্ধার করে। পরে ওই দিন রাত ১২টার দিকে উপজেলা বনবিভাগ ও খুলনা বণ্যপ্রাণি সংরক্ষণ বিভাগ অজগরটি উদ্ধার করে উপজেলা বনবিভাগে নিয়ে আসে। সাপটি ১০ফিট লম্বা ও ওজন ১৫ কেজি বলে জানা গেছে।

চুয়াডাঙ্গা পরিবেশবাদী সংগঠন ‘পানকৌড়ি’র প্রতিষ্ঠাতা বখতিয়ার হামিদ জানান, প্রাথমিকভাবে শনাক্তে বোঝা যাচ্ছে সাপটি দেশীয় অজগর বা ময়াল সাপ, যা ইন্ডিয়ান রক পাইথন নামেও পরিচিত এটি সম্পূর্ণ নির্বিষ প্রজাতির সাপ। চুয়াডাঙ্গা এই সাপের প্রথম দেখা মিলল এর আগে কখোনা এই জেলায় এমন সাপ দেখা যায়নি।