রাজশাহীর চারঘাট উপজেলার বাদুড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবর আলীকে স্কুল থেকে বের করে দিলেন সাবেক শিক্ষার্থীরা। গতকাল সোমবার বিদ্যালয়টির সামনে এক মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন শেষে একটা মিছিল নিয়ে সাবেক শিক্ষার্থীরা বিদ্যালয়ে প্রবেশ করেন এবং প্রধান শিক্ষককে বিদ্যালয় থেকে বের করে দেন। মানববন্ধনে দাবি করা হয়, বাদুড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবর আলী ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। দলীয় প্রভাব কাজে লাগিয়ে নিয়োগ বাণিজ্য করেন। প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থী শিশির সরকার বলেন, সহকারী প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, কেরাণী, পিয়ন, নাইট গার্ড এবং আয়া নিয়োগের মাধ্যমে প্রধান শিক্ষক বাবর আলী এবং তৎকালীন ম্যানেজিং কমিটি প্রায় ৩৯ লক্ষ টাকা আত্মসাৎ করেন। অথচ টাকাগুলো নেয়া হয়েছিল স্কুলের উন্নয়নের কথা বলে। কিন্তু স্কুলের জন্য একটা টিনও কেনা হয়নি।’ আরেকজন সাবেক শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, ‘৫ আগস্টের পর স্যার ৪ মাস আত্মগোপনে ছিলেন। কেন পালিয়ে ছিলেন? তার দুর্নীতির বিরুদ্ধে আমরা আগেও কথা বলেছি। মামলা হয়েছে। কিন্তু কোন লাভ হয়নি। কারণ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ছিলেন তার ঢাল, স্যারের শক্তি। এখন তিনি স্কুলে ফিরে এসেছেন ভালো কথা কিন্তু তিনি ভালো হননি। এসেই আমগাছগুলো গোপনে লিজ দিয়েছেন। ইউনিয়ন পরিষদ থেকে একটা বরাদ্দ পেয়েছেন সেটাও লুকাচ্ছেন। এটা চলতে দেয়া যায় না।’ সাদিকুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন সাবেক শিক্ষার্থী সবুজ ইসলাম এবং শিহাব আলী, এলাকাবাসির পক্ষ থেকে কথা বলেন মোহম্মদ যুবরাজ। অভিযোগের ব্যাপারে জানতে প্রধান শিক্ষক বাবর আলীর মোবাইল ফোনে বার বার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এ ব্যাপারে জানতে চাইলে চারঘাট উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস বলেন, ‘আমি জেলার একটা মিটিংয়ে আছি। বিষয়টা আপনার কাছেই শুনলাম। জেনে ব্যবস্থা নেবো।’
আইনজীবীর চেম্বার ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন : রাজশাহীতে আইনজীবী হযরত আলীর বাড়িতে হামলাসহ চেম্বার ভাংচুরের প্রতিবাদে চন্দ্রিমা থানার ওসি মো: মতিয়ার রহমানের বিরুদ্ধে মানববন্ধন করেছে। রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশনের আইনজীবীদের আয়োজনে সোমবার সকাল ১০টায় কোর্ট চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী এডভোকেট বার সমিতির সভাপতি মো: আবুল কাশেম, এডভোকেট লিয়াকত আলীসহ বিভিন্ন আইনজীবীগণ উপস্থিত ছিলেন।