প্রায় দুইশ কোটি টাকা পাচারের মামলায় জামিনে থাকা যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাটকে রোববারের মধ্য আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছে আদালত। ঢাকার মহানগর হাকিম মো. সাইফুজ্জামান গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন জানান। এদিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। স¤্রাটের পক্ষে তার আইনজীবী আফরোজা শাহনাজ পারভীন (হীরা) ২০৫ ধারায় হাজিরা দেন। এসময় রাষ্ট্রপক্ষের আইনজীবী শামছুদ্দোহা সুমন তার এই হাজিরা বাতিল চেয়ে আবেদন করেন।
বিচারক আসামিপক্ষের আইনজীবীর কাছে জানতে চান, স¤্রাট কোথায় আছেন? জবাবে আইনজীবী বলেন, স¤্রাট কোথায় আছেন, তা তার জানা নেই। এরপর বিচারক বলেন, আগামী রোববারের মধ্যে আসামির এ বিষয়ে শুনানি হবে।
আইনজীবী আফরোজা শাহনাজ বলেন, অভিযোগ গঠনের আগ পর্যন্ত স¤্রাটের পক্ষে আইনজীবী হাজিরা দিতে পারবেন-এমন আদেশ ছিল। এ আদেশ বাতিলের সুযোগ নেই। এ অবস্থায় এসে এমন আদেশ কীভাবে হয়, তা বোধগম্য নয়।
মালয়েশিয়া ও সিঙ্গাপুরে ১৯৫ কোটি টাকা পাচারের অভিযোগে ২০২০ সালের ১২ সেপ্টেম্বর রাজধানীর রমনা থানায় মামলাটি দায়ের করেন সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের এসআই রাশেদুর রহমান। মামলায় অভিযোগ করা হয়, স¤্রাট রাজধানীর মতিঝিল, ফকিরাপুল, পল্টন, কাকরাইল এলাকায় অবৈধভাবে প্রভাব বিস্তার করে বিভিন্ন অবৈধ কর্মকা-ের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ অর্থ উপার্জন করে আনুমানিক ১৯৫ কোটি টাকা এনামুল হক আরমানের সহায়তায় সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় পাচার করেছেন।
আসামিদের বিদেশে যাওয়ার তথ্য পর্যালোচনা করে মামলায় বলা হয়, স¤্রাট ২০১১ থেকে ২০১৯ সাল পর্যন্ত সিঙ্গাপুরে ৩৫ বার, মালয়েশিয়ায় তিনবার, দুবাইয়ে দুইবার এবং একবার হংকং ভ্রমণ করেছেন। একই সময়ে আরমান ২৩ বার সিঙ্গাপুর ভ্রমণ করেন।
২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর ঢাকার মতিঝিলের ক্লাবপাড়ায় র্যাবের অভিযানে অবৈধ ক্যাসিনো চলার বিষয়টি প্রকাশ্যে এলে আত্মগোপনে চলে যান ইসমাইল চৌধুরী স¤্রাট। এরপর ৭ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে স¤্রাট ও তার সহযোগী এনামুল হক আরমানকে গ্রেপ্তার করে র্যাব। সেদিন বিকালে স¤্রাটকে সঙ্গে নিয়ে কাকরাইলের ভূইয়া ট্রেড সেন্টারে তার কার্যালয়ে অভিযান চালানো হয়। প্রায় পাঁচ ঘণ্টা অভিযান শেষে গুলিসহ একটি বিদেশি পিস্তল, ১১৬০টি ইয়াবা, ১৯ বোতল বিদেশি মদ, দুটি ক্যাঙ্গারুর চামড়া এবং ‘নির্যাতন করার’ বৈদ্যুতিক সরঞ্জাম পাওয়ার কথা জানানো হয় র্যাবের পক্ষ থেকে। ক্যাঙ্গারুর চামড়া পাওয়ার কারণে স¤্রাটকে তাৎক্ষণিকভাবে বন্যপ্রাণী (সংরক্ষণ) আইনে ছয় মাসের কারাদ- দেয় ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া ঢাকার রমনা থানায় মাদক নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনে দুটি মামলা করা হয়। রমনা থানার অস্ত্র মামলায় ওই বছর ৬ নভেম্বর স¤্রাটের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। এরপর ১২ নভেম্বর তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলা করে দুদক। আর অর্থ পাচারের মামলা হয় ২০২০ সালের ১২ সেপ্টেম্বর। গত ৯ ডিসেম্বর মাদক মামলায় স¤্রাট ও সহযোগী আরমানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে র্যাব।
স¤্রাটকে ভ্রাম্যমাণ আদালতের দেওয়া ছয় মাসের সাজা অনেক আগেই শেষ হয়েছিল। এর মধ্যে অস্ত্র ও অর্থ পাচারের দুই মামলায় ২০২২ সালের গত ১০ এপ্রিল এবং মাদক মামলায় ১১ এপ্রিল স¤্রাটকে জামিন দেয় আদালত। সবশেষে অবৈধ সম্পদের মামলায় স¤্রাটের জামিন মঞ্জুর হলে ১১ মে তিনি মুক্তি পান।