এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, লন্ডনে বাঙ্গালীদের অধিকাংশই হচ্ছেন সিলেটি। সিলেটিরা যেমন লন্ডনকে জয় করেছেন তেমনি জয় করেছেন এই পূণ্যভূমি সিলেটকে। তিনি বলেন, আমাদের প্রবাসী ভাইদের অধিক পরিশ্রমের ঘামে বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরে। আমরা তাদের ভোটাধিকারের জন্য কথা বলছি এবং তাদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।
গতকাল শুক্রবার বিকেলে এনসিপি’র উদ্যেগে সিলেটের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পদযাত্রা শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, আগামীর নতুন বাংলাদেশে সিলেট হবে এনসিপির অন্যতম দুর্গ। সিলেটবাসী আজ তা দেখিয়ে দিয়েছেন। যুগযুগ ধরে সিলেট বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যকে ধরে রেখেছে এই সিলেট। জুলাই গণঅভ্যুত্থানে এবং বাংলাদশের স্বাধীনতার পক্ষে সিলেট বুক চিতিয়ে লড়াই করেছে। জনগনের মুক্তির লড়াইয়ে সিলেট ছিল অগ্রগামী। ৪৭ সালে সিলেটবাসী পূর্ববঙ্গের সাথে থাকার রায় দিয়েছিলেন। কিন্তু সিলেটবাসীকে সেই বৃটিশ থেকে শুরু করে পাকিস্তান এবং আওয়ামী লীগ আমলেও ঠকানো হয়েছিল। গ্যাস, বালু পাথরসহ সিলেটের খনিজ সম্পদ থেকে সিলেটবাসীকেই বঞ্চিত করা হয়েছে।
নাহিদ জুলাই গণঅভ্যুত্থানে সিলেটবাসীর মূল্যবান অবদানের কথা স্বীকার করে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এটিএম তুরাবসহ এই সিলেট জেলার ১৭ জন মানুষ জুলাই গণঅভ্যুত্থানে শহিদ হয়েছেন। আমরা সেইসব শহিদের রক্তের শপথ নিয়ে নতুন বাংলাদেশ গড়তে এসেছি এই সিলেটে।
এনসিপি’র উত্তরাঞ্চলের মূখ্য সমন্বয়ক সারজিস আলমের পরিচালনায় অনুষ্টিত সভায় আরও বক্তব্য রাখেন এনসিপির মূখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, মূখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক অর্পিতা দাশ, সিলেটের মুখ্য সমন্বয়ক নাজিম উদ্দিন সাহান, সিলেটের মূখ্য নেতা ডা. এহতেশাম, জুলাই অভ্যুত্থানের স্লোগান মাস্টার বাকের, সিলেটের নেতা ডা. আব্দুল্লাহ প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় নেত্রী ডা. তাসনিম জারাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সিলেটে জাতীয় নাগরিক পার্টি- এনসিপির পদযাত্রা কর্মসূচি উপলক্ষে গতকাল শুক্রবার বিভাগীয় নগরী সিলেট ছিলো লোকে লোকরাণ্য। হাজারও জনতার পদচারণায় মুখরিত ছিল চৌহাট্টার বিজয় চত্বর। বিকাল ৫টার পূর্বেই চৌহাট্টা, জিন্দাবাজার, রিকাবীবাজার এলাকায় মানুষের ভিড় জমে উঠে। এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম তার বক্তব্যকালে ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী আন্দোলন চলাকালে সিলেটের শহীদ সাংবাদিক তুরাবসহ ১৭ শহীদকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি “এই মুহূর্তে দরকার-বিচার আর সংস্কার”, “মুজিববাদ-মুর্দাবাদ”, “ইনকিলাব জিন্দাবাদ” স্লোগান তুললে হাজারো সিলেটবাসী তার সাথে স্লোগান দিয়ে কাপিয়ে তুলে শহীদ মিনার এলাকা। উক্ত কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মীর পাশাপাশি হাজারো সাধারণ মানুষ অংশগ্রহণ করে।
গতকাল শুক্রবার বিকাল ৫টায় সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু হয়। চৌহাট্টা হয়ে নগরীর রিকাবীবাজার, লামাবাজার, জামতলা, জিন্দাবাজার ঘুরে আবার কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ স্থলে ফিরে আসে।
জুলাই সনদ ঘোষণা ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি
সুনামগঞ্জ সংবাদদাতা : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র আহবায়ক নাহিদ ইসলাম বলেন, আমাদের আজ এখানে দাঁড়ানোর কথা ছিল না। ইতিহাস আমাদের রাজপথে দাড় করিয়েছে, একটি নতুন বাংলাদেশের জন্য, নতুন বন্দোবস্তের জন্য আমরা আজ এখানে এসে দাড়িয়েছি। বিগত ১৭ বছরের আওয়ামী ফ্যাসিবাদী শাসন বাংলাদেশকে একটি ফিটনেস বিহীন রাষ্ট্রে পরিনত করেছে। তিনি সামরিক বিমান দুর্ঘটনার উদাহরণ টেনে বলেন ফিটনেস বিহীন বিমানের জন্যই রাজধানীর মাইলস্টোন স্কুলে দুর্ঘটনায় নিষ্পাপ শিশুদের প্রানহানী ঘটেছে।
নাহিদ ইসলাম বলেন মুজিববাদ হচ্ছে একটি ফ্যাসিবাদ। গুম খুন নৈরাজ্য সৃষ্টি করে দেশকে ভারতের হাতে তুলে দেয়াই হচ্ছে মুজিববাদ।
মুজিববাদ ফ্যাসিবাদের বিরুদ্ধেই আমাদের সংগ্রাম। মুজিববাদের বিরুদ্ধে রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলারও আহবান জানান তিনি।
নাহিদ ইসলাম জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণ করে অবিলম্বে জুলাই সনদ ঘোষণার কথা বলেন। সেই সাথে দেশে যাতে আর কোন ফ্যাসিবাদের জন্ম না হয় সে জন্য আগামী নির্বাচনে পিআর পদ্ধতি চালু করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানান।
গতকাল শুক্রবার বেলা ২ ঘাটিকায় সুনামগঞ্জের ট্রাফিক পয়েন্টে জুলাই পদযাত্রা উপলক্ষে এক পথ সভায় এ কথাগুলি বলেন নাহিদ ইসলাম।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সুনামগঞ্জ জেলা আহবায়ক দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন এর সভাপতিত্বে পথ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র সদস্য সচিব ও ডাকসুর সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র দক্ষিনাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহবায়ক সামান্তা শারমিন, জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র যুগ্ম আহবায়ক অনিক রায় প্রমুখ।
জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র সদস্য সচিব আক্তার হোসেন তার বক্তৃতায় বলেন এনসিপি কোন বিশেষ শ্রেণী বা ধর্মের দল নয়, সকল শ্রেণী পেশা ধর্মের দল হচ্ছে এনসিপি।
জুলাই পদ যাত্রার অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র নেতৃবৃন্দ বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জে এসে পৌছান। সুনামগঞ্জ সার্কিট হাউসে রাত্রি যাপন করেন এবং সুনামগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করে সেখান থেকেই পদ যাত্রা শুরু করেন তারা। পদযাত্রাটি শহরের প্রধান সড়কগুলি প্রদক্ষিণ শেষে স্থানীয় আলফাত উদ্দিন স্কয়ার ট্রাফিক পয়েন্টে এসে পথ সভায় মিলিত হয়।