বাংলাদশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চললেও, ইসলামী আন্দোলনের নেতারা আশাবাদ ব্যক্ত করেছেন যে জনগণের ঐক্য ও আল্লাহর রহমতে সবকিছু সম্ভব হবে। তিনি বলেন, জনগণ ঐক্যবদ্ধ থাকলে যেকোনো বাধা অতিক্রম করা যায়। নির্বাচনের সুষ্ঠু ব্যবস্থাপনা প্রশিক্ষণের মাধ্যমেই নিশ্চিত করা উচিত।
গতকাল শনিবার রাজধানীর আল ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মানবসম্পদ বিভাগের উদ্যোগে দুইদিনব্যাপী নির্বাচনি কর্মশালায় সমাপনী দিনে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। কর্মশালার উদ্বোধন করেন আব্দুস সাদেক ভূইয়া।
হামিদুর রহমান আজাদ আরো বলেন, সব নবী-রাসুল তাদের সময়ে শ্রেষ্ঠ কৌশল নিয়ে এগিয়ে গিয়েছেন। আমরাও আমাদের সময়ে সর্বোত্তম কৌশল নিয়েই কাজ করব ইনশাআল্লাহ। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি মন্তব্য করেন, অন্য দল আগে আগে নির্বাচন চেয়েছিল, এখন তারা সময় চাইছে। আমরা বিভিন্ন দলের সঙ্গে সমঝোতার আলোচনায় আছি, যা চলমান রয়েছে।
দেশের নিরাপত্তা বাহিনী সম্পর্কে তিনি বলেন, আমরা ভয় করব আল্লাহকে, কোনো বাহিনীকে নয়। আমাদের সেনাবাহিনী দেশপ্রেমিক ও দায়িত্বশীল। তাদের প্রতি আমাদের আস্থা আছে। তিনি উল্লেখ করেন, জামায়াতে ইসলামী জনসমর্থনের দিক দিয়ে এগিয়ে আছে। তবে আমাদের জনগণের আস্থা অর্জনে মনোযোগী হতে হবে।
জনগণের চিন্তার ভিন্নতা নিয়ে তিনি বলেন, জনগণের মধ্যে নানা মতভেদ রয়েছে। আমাদের লক্ষ্য সেই চিন্তাগুলোকে একটি ধারায় নিয়ে আসা। আমরা ইসলামী আন্দোলন করি জনগণের কল্যাণ ও আখেরাতের সাফল্যের জন্য। আমাদের জয়-পরাজয় যা হোক, আমা হতাশ হবো না। শেষে তিনি বলেন, দেশী-বিদেশী ষড়যন্ত্র মোকাবেলা করেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। সময়, শ্রম ও মেধা দিয়ে কাজে ঝাঁপিয়ে পড়–ন। বিজয় আমাদের হবেই ইনশাআল্লাহ। প্রেস বিজ্ঞপ্তি।