রামপাল (বাগেরহাট) সংবাদদাতা : রামপালে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা মডেল মসজিদ সভা কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।রুপান্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা আব্দুল কুদ্দুস। ইয়োথ ফর সুন্দরবনের সহসভাপতি প্রিয়ন্তি রায়ের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, রূপান্তর এর সমন্বয়কারী খন্দকার জিলানী হোসেন, প্রেসক্লাব রামপালের সাধারণ সম্পাদক সুজন মজুমদার, ইয়োথ ফর সুন্দরবনের সাধারণ সম্পাদক মাহাদি হাসান টুটুল, সদস্য হাসানুল হক ইনু রনি, পুতুল ও সাহিত্য প্রমুখ। কর্মশালায় সুন্দরবন রক্ষায় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নদী কেন্দ্রীক মৎস্য চাষী ও জেলেদের পলিথিন ব্যাবহারে নিরুৎসাহিত করা ও বিকল্প বিষয়ে অবহিত করা হয়।
গ্রাম-গঞ্জ-শহর
রামপালে প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা
রামপালে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর)