‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোটের সমমনা ১০ দলের নেতৃবৃন্দ এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর গংগাচড়া উপজেলা শাখার আমীর মাওলানা নায়েবুজ্জামান আহবানে রোববার (২৪ জানুয়ারি) সন্ধায়, রংপুরের গংগাচড়া উপজেলার আল মিজান ট্রাষ্ট মিলনায়তনে ১০ দলের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সমন্বয় সভার সভাপতিত্ব করেন গংগাচড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মওলানা নায়েবুজ্জামান, পরিচালনা করেন জামায়াতে ইসলামীর গংগাচড়া উপজেলার নায়েবে আমীর তাজউদ্দীন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ দলীয় জোটের মনোনীত রংপুর -১ আসনের সংসদ সদস্য প্রার্থী জননেতা রায়হান সিরাজী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর জেলা শ্রমিক সভাপতি মোঃ বেলাল আবেদীন, জাতীয় নাগরিক পার্টির গঙ্গাচড়া উপজেলার প্রধান সমন্বয়কারী মোহাম্মদ রিফাত চৌধুরী।
খেলাফত মজলিসের মনোনয়ন প্রত্যাহারকারী প্রার্থী হাফেজ মোঃ মমিনুল ইসলাম। পশুরাম থানা আমির এডভোকেট মাহবুব আলম,
এবি পার্টির রংপুর মহানগরের যুগ্ম সদস্য সচিব মাহমুদ আজাদ ও রংপুর জেলার শাখার সদস্য আক্তার হোসেন শাহিন। খেলাফত মজলিসের গংগাচড়া উপজেলার সভাপতি মাওলানা মিজানুর রহমান। জাতীয় নাগরিক পার্টির গঙ্গাচড়া উপজেলা যুগ্ম সমন্বয়কারী আল আমিন জীবন, জামায়াতে ইসলামীর গঙ্গাচড়া উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম। উপজেলার প্রচার ও মিডিয়া সম্পাদক মোঃ আশরাফুল আলম, ছাত্র শিবিরের রংপুর জেলা সেক্রেটারি হামিদুর রহমান আজাদ সহ ১০ দলীয় জোটের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ রায়হান সিরাজী বলেন, ২০২৪ সালের জুলাই বিপ্লবের চেতনাকে ধারন করে, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বাংলাদেশের সাধারণ জনগণ ইসলামী ও দেশপ্রেমিক ১০ দলীয় জোটের দিকে তাকিয়ে আছে। বাংলাদেশের আপামর জনসাধারণ মনে করে, ফ্যসিবাদ মুক্ত চাঁদাবাজ মুক্ত, দুর্নীতিমুক্ত একটি মানবিক বাংলাদেশ ১০ দলীয় জোটের নেতৃত্বে সম্ভব।
মোঃ রায়হান সিরাজী আরো বলেন, আল্লাহ তায়ালার রহমতে ১০ দলীয় জোটের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হই, তাহলে ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি মানবিক রংপুর-১ গঠন করবো ইনশাআল্লাহ।