আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়নপত্র বিতরণ সম্পন্ন হয়েছে। শনিবার রাতে গাজীপুর মহানগর জামায়াত কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচি ঘিরে নেতাকর্মীদের মাঝে ছিল উৎসাহ, প্রত্যাশা ও সাংগঠনিক দৃঢ়তার প্রকাশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক জামাল উদ্দীন এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন মহানগর জামায়াতের সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য আবু সাঈদ মোহাম্মদ ফারুক। বক্তব্যে নেতৃবৃন্দ দলীয় শৃঙ্খলা, নৈতিক রাজনীতি ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য এবং গাজীপুর-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডঃ জাহাঙ্গীর আলম, মহানগর জামায়াতের নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য এবং গাজীপুর-৫ আসনের মনোনীত প্রার্থী মোঃ খায়রুল হাসান, মহানগর জামায়াতের নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য এবং গাজীপুর-২ আসনের মনোনীত প্রার্থী মোঃ হোসেন আলী, গাজীপুর-১ সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী সাবেক সচিব শাহ আলম বকশী, ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের জামাত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সালাহউদ্দিন আইউবী।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মোঃ আব্দুল হাকিম, জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ সফিউদ্দিন, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ আফজাল হোসাইন ও মোঃ আজহারুল ইসলাম মোল্লা, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি, মোঃ মোস্তাফিজুর রহমান খান, গাজীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি সিনিয়র আইনজীবী এডভোকেট শামসুল হক ভূঁইয়াসহ জেলা ও মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এবং দলীয় প্রার্থীদের সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।