সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা : মুন্সীগঞ্জের সিরাজদিখানে পৃথক দুই স্থান থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার সকাল ৮টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের রশুনিয়া গ্রামের ঋষিপাড়ায় নিজ বসত ঘররে আড়ার সাথে আকাশ ঋষি (২২) নামে এক যুবক গলায় ফাস লাগিয়ে আত্মহত্যা করে। আকাশ ঋষি ওই এলাকার নীল কৃষ্ণ ঋষির ছেলে।
সিরাজদিখান থানার অফিসার্স ইনচার্জ মোঃ আবু বকর জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বজনরা জানিয়েছে তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন এবং দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। প্রাথমিকভাবে আমরাও ধারণা করছি তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
অপরদিকে রোবরার দুপুর ১টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের উত্তর পাথরঘাটা এলাকায় ধলেশ্বরী নদী থেকে ভাসমান অবস্থায় আমজাদ হোসেন ঢালী (৪৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। আমজাদ ঢালী ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার হযরতপুর ইউনিয়নের হযরতপুর গ্রামের মৃত শহীদ ঢালীর ছেলে ও হযরতপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শিমুল আহমেদ সাদ্দামের বড় ভাই।
শিমুল আহমেদ সাদ্দাম জানান, আমার ভাই কৃষি কাজ করতো। তিনি সহজ সরল প্রকৃতির লোক ছিলেন, এবং তার কোন শত্রু ছিলো না। গেলো শুক্রবার রাত ৮টার দিকে ভাই নৌকা নিয়ে মাছ ধরতে নদীতে যান। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। কেরানীগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়রিও করা হয়। তিন দিন পর আজ ভাইকে মৃত পেলাম।
সিরাজদিখান থানার অফিসার্স ইনচার্জ মোঃ আবু বকর জানান, যেহেতু লাশটি নদীতে পাওয়া গেছে। আমরা নৌ-পুলিশকে খবর দিয়েছি তার আসলে আইনগত ব্যবস্থা নিবে। বর্তমানে ঘটনাস্থলে আমাদের পুলিশ রয়েছে।