ঠাকুরগাঁও সংবাদদাতা : চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে। এই স্লোগান ধারণ করে ঠাকুরগাঁওয়ে মাদকমুক্ত সমাজ ও পরিবার গঠনের অঙ্গীকার করেছেন এলাকাবাসি। “আলোর পথ” নামক মাদক প্রতিরোধ ও সামাজিক উন্নয়ন সংগঠনের আয়োজনে ঠাকুরগাঁও শহরের ১ নম্বর পৌর ওয়ার্ডের মুসলিম নগর-মাদরাসাপাড়ার সর্বস্তরের জনগণকে নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত সকলে এই অঙ্গীকার করেন। বিশিষ্ট আলেম মাওলানা ইয়াকুব খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও সালন্দর কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল হাসান ত্বোহা, ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, সাবেক পৌর কাউন্সিলর হামিদুল্লাহ আল মামুন, মাওলানা ফজলে রাব্বি মোর্তুজাবী, সহকারী অধ্যাপক শরিফুল আলম বেলাল, মতিউর রহমান। আব্দুল আউয়ালের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কর্মী সমাবেশ

চৌগাছা (যশোর) সংবাদদাতা: যশোরের চৌগাছায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি উপজেলার কামিল মাদ্রাসা মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি তুহিনুর রহমান। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের যশোর জেলার সভাপতি আব্দুল মালেক খান।

সংগঠনের উপজেলা সেক্রেটারি আবু জার এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার আমির মাও গোলাম মোরশেদ, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি রহিদুল ইসলাম খান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাষ্টার কামাল আহমেদ, যশোরের পরিবহন শ্রমিক কল্যাণ ফেডারেশন এর নেতা আশিক উল্লাহ প্রমুখ।

ফল মেলা

গাইবান্ধা সংবাদদাতা: গাইবান্ধায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে জাতীয় ফল মেলা ২০২৫ উপলক্ষে সম্প্রতি ফল মেলা শুরু হয়েছে। প্রতিষ্ঠান চত্বরে স্থাপিত স্টলে জেলার ফল চাষিদের উৎপাদিত শতাধিক বিভিন্ন ধরণের দেশী বিদেশী ফল স্থান পেয়েছে। প্রথম দিন স্টল এবং বিষয়ভিত্তিক আলোচনায় সরকারি কর্মকর্তা ও কৃষি শিক্ষার্থীরা অংশ নেন। ফল মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আখতার।

মাদক বিরোধী দিবস

ফেনী সংবাদদাতা : আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে ফেনী শহর জামায়াতের যুব বিভাগের উদ্যোগে গতকাল বিকেলে শহরে এক বিরাট রেলী অনুষ্ঠিত হয়। র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের মাধ্যমে শেষ হয়। জেলা যুব বিভাগের পরিচালক অধ্যাপক নজরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কুমিল্লা অঞ্চলের টিম সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মুফতি আবদুল হান্নান। আরো বক্তব্য রাখেন, শহর জামায়াতের সেক্রেটারি মাওলানা সামাউন হাসান, জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য মোহাম্মদ ইলিয়াস, ছাত্রশিবিরের শহর শাখার সভাপতি ওমর ফারুক প্রমুখ।

কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, গাজীপুর : গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)-এর কষিতত্ত্ব বিভাগ ও সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার যৌথ উদ্যোগে “জলবায়ু সহনশীল সয়াবিনের জাত উন্নয়ন ও বিশুদ্ধতা রক্ষা বিষয়ক একটি গুরুত্বপূর্ণ রিভিউ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১১টায় কৃষি অনুষদের সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় গত এক বছরে পরিচালিত আটটি গবেষণার ফলাফল উপস্থাপন করা হয় এবং আগামীর গবেষণার দিকনির্দেশনা নির্ধারণ করা হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন প্রফেসর ড. এম. আব্দুল করিম এবং সঞ্চালনা করেন প্রফেসর এম. এ. মান্নান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ।

লিফলেট বিতরণ

সিংড়া (নাটোর) সংবাদদাতা : বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে লিফলেট বিতরণ করেছেন ‘পরিবেশ ও প্রকৃতি আন্দোলন’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

নাটোরের সিংড়া কোর্ট মাঠ এলাকায় সম্প্রতি বিভিন্ন পেশাজীবী মানুষের মাঝে এ লিফলেট বিতরণ করেন সংগঠনের সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানা, সহ-সভাপতি সৌরভ সোহরাব, সাধারণ সম্পাদক মো. আবু জাফর সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হাসান বকুলসহ পরিবেশ কর্মীরা।