প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে রোববার শিক্ষা ভবনের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। গতকাল বুধবার বিকাল সোয়া ৪টার দিকে ঢাকা কলেজের সামনে ব্রিফিংয়ে এ ঘোষণা দেন সাত কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের শিক্ষার্থী প্রতিনিধি আব্দুর রহমান। তিনি বলেন, আমরা চাই আজকে অথবা আগামীকালের মধ্যে অধ্যাদেশ প্রক্রিয়া সম্পূর্ণ শেষ করে অধ্যাদেশ ঘোষণা না করলে আগামী রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এভাবে করে অনির্দিষ্টকাল পর্যন্ত, অধ্যাদেশ আদায় হওয়ার আগ পর্যন্ত আমরা ওইখানে প্রত্যেকটি শিক্ষার্থী অবস্থান করব।