সিরাজগঞ্জ সংবাদদাতা : জুলাই বিপ্লবের চেতনায় সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ শেষে সিরাজগঞ্জে আলোচনা সভা, উপকার ভোগীদের মধ্যে কার্ড বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

গত ২৬ জুলাই সিরাজগঞ্জ কালেক্টরেট ভবনের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ ভার্চুয়ালে জেলার সরকারি বেসরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বৈষম্যবিরোধী ছাত্র গণআন্দোলন গণঅভ্যুত্থানে শহিদ পরিবার ও আহতরা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

আলোর যাত্রায় পরিবর্তনের অংশগ্রহণের অঙ্গিকারে সারাদেশব্যাপী ভার্চুয়ালে জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে লাখো কণ্ঠে শপথ বাক্য পাঠ করান সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

মুরাদনগর (কুমিল্লা) : কুমিল্লার মুরাদনগরেও অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে সেবা মেলা ও লাখো কণ্ঠে শপথ পাঠ’। উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আবদুল আউয়াল খোন্দকার, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুফি আহমেদ ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এই অনুষ্ঠানে জুলাই কন্যা, জুলাই আন্দোলনকারী, বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের প্রতিনিধি, পল্লীমাতৃ কেন্দ্রের সদস্য, ক্ষুদ্র ঋণ গ্রহীতা, ভাতাভোগী এবং হাসপাতালে ভর্তি রোগীরাও অংশ নেয়। সকলের সম্মিলিত পদচারণায় কবি নজরুল মিলনায়তন পরিণত হয় এক জনাকীর্ণ মিলনমেলায়। অনুষ্ঠানের প্রাণবন্ত পরিবেশ উপস্থিত সকলের মনে এক নতুন উদ্দীপনা সৃষ্টি এবং সমাজ গঠনে তাদের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করে তোলে।

কাপাসিয়া (গাজীপুর) : গাজীপুরের কাপাসিয়ায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে “সেবা মেলা ও লাখো কণ্ঠে শপথ পাঠ” অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ২৬ জুলাই শনিবার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী একযোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে

ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে অনুষ্ঠানটি ভার্চুয়ালি দেশব্যাপী প্রচার করা হয়। এতে কাপাসিয়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে পরিষদ মিলনায়তনে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী যোদ্ধা, শহীদ পরিবার, আহত যোদ্ধা, সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের প্রতিনিধি, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের প্রতিনিধিগণ, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিতি ছিলেন।

অনুষ্ঠানে জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করেন যোদ্ধা শামিমা আক্তার শিমু, শহীদ জাকিরের স্ত্রী জান্নাতুন নাঈম। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম।

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) : মৌলভীবাজারে শ্রীমঙ্গলে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে সারাদেশের সাথে এক যোগে শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার উপজেলা সমাজ সেবা ও মহিলা বিষয়ক কার্যালয়ের পরিচালনায় উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে উপস্থিত হয়। অনুষ্ঠানে আলোচনা করেন শ্রীমঙ্গল উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইসমাইল হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ ইয়াকুব আলী, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম কামরুল, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ সালাউদ্দিন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আ,ফ,ম আব্দুল হাই ডন, দৈনিক সংগ্রামের শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি মাওলানা মোঃ আব্দুর রব, জুলাই আন্দোলনের আহত যুদ্ধা,বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষকবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

পাংশা (রাজবাড়ী) : রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে শনিবার (২৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে প্রজেক্টরের মাধ্যমে ঢাকায় কেন্দ্রীয় অনুষ্ঠানের সাথে যুক্ত থাকা, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৃক্ষচারা বিতরণ করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন, পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (গাইনী) ডা. শর্মি আহমেদ, পাংশা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রবিউল ইসলাম ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তহমিদা খানম প্রমূখ বক্তব্য রাখেন।

পাংশা উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা দারিদ্র্যবিমোচন কর্মকর্তা রেজাউল করিম, ইসলামিক রিলিফ বাংলাদেশ’র রাজবাড়ী ফিল্ড ইনচার্জ সুমী বিশ^াস, সম্প্রীতি মহিলা উন্নয়ন সংস্থার পরিচালক কাজী আসকার দানিয়েল সিপারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শৈলকুপা (ঝিনাইদহ) : ঝিনাইদহের শৈলকুপায় অনুষ্ঠিত হলো ‘জুলাই পুনর্জাগরণ’ উপলক্ষে সমাজগঠনে লাখো কণ্ঠে শপথ বাক্য পাঠ ও আলোচনা সভা। সামাজিক সচেতনতা ও মূল্যবোধ পুনর্গঠনের লক্ষ্যে আয়োজিত এই ব্যতিক্রমী অনুষ্ঠানে অংশগ্রহণ করে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তা এবং স্থানীয় সাধারণ মানুষ।

শৈলকুপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সারা দেশের সাথে একযোগে শপথ বাক্য পাঠ করা হয়: ‘মানবিক বাংলাদেশ গঠনে অঙ্গীকার’ অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল লাখো কণ্ঠে শপথ পাঠ। “আমি শপথ করছি, সত্য ও ন্যায়ের পথে চলবো, অন্যায়ের প্রতিবাদ করবো, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সমাজ গঠনে ভূমিকা রাখবো” এমন উচ্চারণে মুখরিত হয় শৈলকুপার আকাশ-বাতাস। এই শপথ অংশগ্রহণকারীদের মাঝে সৃষ্টি করে এক নতুন সামাজিক জাগরণ।

আলোচনা সভা: দেশ ও সমাজ গঠনে মূল্যবোধের ভূমিকা

শপথ পাঠ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস। এ সময় উপজেলা প্রশাসনের সকল দপ্তরের দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন। এছাড়াও বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

নেত্রকোনা : জুলাই পুনর্জাগরণ উপলক্ষ্যে নেত্রকোনায় “সেবা মেলা ও লাখো কণ্ঠে শপথ পাঠ” অনুষ্ঠিত হয়েছে। জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে শহরের পারলা এলাকায় সমাজসেবা ভবনে এর আয়োজন করা হয়।

নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাচুর্য়ালী উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। নেত্রকোনা অনুষ্ঠানে সমাজসেবা বিভাগীয় উপ-পরিচালক মোবারক হোসেন, নেত্রকোনা জেলা বাংলাদেশ জামাত ইসলামের আমির মো: সাদেক আহমেদ হারেস, সেক্রেটারি অধ্যাপক মাহবুবুর রহমান, মিডিয়া সেন্টারী মো: জহিরুল ইসলাম, নেত্রকোনা জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান দুদু, এনসিপি প্রীতম সোহাগ, ফাইমুর রহমান খান পাঠান সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শপথ পাঠ, দোয়া, চেক বিতরণ, জুলাই বিপ্লবে আহতদের মাঝে ক্রেস্ট বিতরণ, প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ, ভিক্ষুকদের পুনর্বাসনে বিনামূল্যে রিকসা প্রদান এবং সেবা মেলার ষ্টল প্রদর্শন করা হয়।

বোদা (পঞ্চগড়) : পঞ্চগড়ের বোদা উপজেলায় জুলাই পুনর্জাগরণ উপলক্ষ্যে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ (ভাচুর্য়াল) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয় এবং মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে জুলাই পুনর্জারণে সমাজগঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ অনুষ্ঠান (ভার্চুয়াল) সামাজিক নিরাপত্তা, নারী ও শিশুর সুরক্ষা এবং সাম্যতার মানবিক দর্শন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজিরের সভাপত্বিতে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক মো. ফারুক, এনসিপির সমন্বয়ক শিশির আসাদ, ইসলামী আন্দোলনের উপজেলা সেক্রেটারি জান্নতুন বারী মানিক প্রমুখ।

গোমস্তাপুর : গোমস্তাপুরে জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ (ভার্চুয়াল) সামাজিক নিরাপত্তা, নারী ও শিশুর সুরক্ষা এবং সাম্যতার মানবিক দর্শন বিষয়ক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ও উপজেলা মহিলাবিযয়ক কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় গত শনিবার উপজেলা সভাকক্ষে সকাল ১০টায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিযয়ক অফিসার পঙ্কজ কুমার দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি।

শরণখোলা : শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার জনাব সুদীপ্ত কুমার সিংহ এর সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব আব্দুল্লাহ আল ফয়সাল এর সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপদ গ্রহণ অনুষ্ঠান” পরিচালিত হয়।

অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, শরণখোলা থানা অফিসার ইনচার্জ জনাব মুহাম্মদ শহীদুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা জনাব দেবব্রত সরকার, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা জনাব মোঃ আব্দুল হাই, উপজেলা জামায়াতে ইসলামীর সূরাহ ও কর্মপরিষদ সদস্য, সাবেক আমীর জনাব মাওলানা ওবায়দুল হক সেলিম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও উপজেলা জামায়াতের তথ্য ও মিডিয়া শাখার সভাপতি জনাব মাওলানা ছরোয়ার হোসাইন বাদল, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর শরণখোলা উপজেলা সেক্রেটারি জনাব মাওলানা মুসা সাইফি, শরণখোলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জনাব আব্দুল মালেক রেজা।

এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।