শরীয়তপুরের জাজিরার বিলাসপুরে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণে পরিত্যক্ত বসতঘর উড়ে গিয়ে সোহান বেপারী নামের একজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছে। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাাঠিয়েছে স্বজনরা। এদিকে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ককটেল বিস্ফোরণের ঘটনায় পুলিশ মামলার প্রস্তুতি নিয়েছে। টহলরত পুলিশ এলাকায় সন্দেহভাজনদের জিঞ্জাসাবাদ করছে। বিস্ফোরণকে কেন্দ্র করে আশপাশের গ্রামও পুরুষ শুন্য হয়ে গিয়েছে। পুরো এলাকায় এখন আতংক বিরাজ করছে। ঘটনা তদন্তে সংশ্লিষ্ট এলাকায় পুলিশের ক্রাইম সিন কাজ করছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোর ৪টার দিকে জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই বেপারীকান্দি গ্রামের সাগর বেপারীর একটি নবনির্মিত ঘরের ভিতরে ককটেল বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের বিকট শব্দে এলাকাবাসীর ঘুম ভাঙে। এলাকাবাসী গিয়ে দেখতে পায় ঘরের চাল ও বেড়া উড়ে গিয়ে আশপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বিছুক্ষণ পরে তারা পার্শ্ববর্তী একটি রসুন খেতে সোহান বেপারীর ক্ষতবিক্ষত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
গ্রাম-গঞ্জ-শহর
শরীয়তপুরের বিলাসপুরে ককটেল বিস্ফোরণে ছিন্নভিন্ন ঘর ॥ নিহত ১ আহত ২ জন
শরীয়তপুরের জাজিরার বিলাসপুরে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণে পরিত্যক্ত বসতঘর উড়ে গিয়ে সোহান বেপারী নামের একজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছে। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাাঠিয়েছে স্বজনরা।
Printed Edition