রংপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২৮ দিন মেয়াদি এ্যাডভান্সড প্রশিক্ষণের সমাপনী ৬ মে মঙ্গলবার নগরীর মাহিগঞ্জ আনসার-ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এতে ১ম ধাপে ১০০ জন ভিডিপি সদস্য অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর রেঞ্জ পরিচালক মোহাম্মদ আব্দুস সামাদ।

আনসার-ভিডিপি রংপুর জেলা কমান্ড্যান্ট ও প্রশিক্ষণ কোর্স অধিনায়ক রাশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রশিক্ষণ কোর্স এ্যাডজুট্যান্ট সাইদুল ইসলাম।

প্রশিক্ষণে রংপুর জেলার ৮ উপজেলা থেকে বাছাইকৃত তরুণ শিক্ষিত ১০০ জন সদস্য অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণার্থীদের মাঝে পিটি, প্যারেড, ড্রিল, অস্ত্র চালনা, জঙ্গী বাদ, সন্ত্রাস দমন, মাদক প্রতিরোধ, শিক্ষা, স্বাস্থ্য, গবাদি প্রাণী,হাস-মুরগী পালন, মৎসচাষ, আনসার-ভিডিপি সংগঠনের পরিচিতি, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক, স্যানিটেশনসহ বিভিন ্নউন্নয়ন মূলক প্রশিক্ষণ ও গুলী ছুঁড়া অনুশীলন প্রদান করা হয়। প্রশিক্ষণশেষে ৩ জন শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীকে সম্মাননা ক্রেষ্টসহ সকল প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের শেয়ার সার্টিফিকেট প্রদান করা হয়।