গাজীপুর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে রবিবার(৭ এপ্রিল ২০২৫) দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নৈতিকতা, শুদ্ধাচার ও আচরণের মান উন্নয়ন, সহকারী কর্মচারী (আচরণ) বিধিমালা ১৯৭৯, অভ্যন্তরীণ নিরীক্ষার পদ্ধতি ও অডিট আপত্তি নিষ্পত্তি/সহজীকরণ, সামাজিক নিরাপত্তা অডিটের কর্মপদ্ধতি এবং আপত্তি ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ের ওপর এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য অধিদপ্তর, ঢাকার অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগের অতিরিক্ত পরিচালক জনাব মোঃ সেলিমুল আজম। সভাপতিত্ব করেন গাজীপুর জেলার ভারপ্রাপ্ত জেলা খাদ্য নিয়ন্ত্রক জনাব মোঃ শফি আফজালুল আলম। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন গাজীপুর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে কর্মরত খাদ্য পরিদর্শক সোহেল আহমেদ সুফল।
কর্মশালায় গাজীপুর জেলার খাদ্য বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ চলাকালে বক্তারা সরকারি কর্মচারীদের পেশাদারিত্ব ও শুদ্ধাচার উন্নয়নের পাশাপাশি অডিট আপত্তি সহজীকরণ ও দ্রুত নিষ্পত্তির কার্যকর কৌশল নিয়ে বিশদ আলোচনা করেন। অংশগ্রহণকারীরা প্রশিক্ষণের মাধ্যমে তাদের দাপ্তরিক দায়িত্ব পালনে আরও দক্ষতা অর্জনের সুযোগ পান।
প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তিতে জেলা খাদ্য নিয়ন্ত্রক জনাব মোঃ শফি আফজালুল আলম অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বলেন, “কর্মক্ষেত্রে সততা, নিষ্ঠা ও নৈতিকতার চর্চা অব্যাহত রাখার মাধ্যমে আমরা সরকারি সেবাকে জনগণের দোরগোড়ায় আরও কার্যকরভাবে পৌঁছে দিতে পারবো।