হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় কাচারি সড়কের পাশে নির্মিত ট্রমা সেন্টারটি চার বছর ধরে অচল অবস্থায় পড়ে থাকলেও এবার তা চালুর উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য বিভাগ। দীর্ঘদিন ধরে জনবল ও যন্ত্রপাতির অভাবে বন্ধ থাকা এ ট্রমা সেন্টারটি জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দ্রুত চালুর আশ্বাস দিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী।

উপজেলা সদরের কাচারি সড়কে প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত ২০ শয্যার ট্রমা সেন্টারটির উদ্বোধন হয়েছিল ২০২১ সালের ৪ এপ্রিল। তবে উদ্বোধনের পর থেকেই সেন্টারটিতে প্রয়োজনীয় জনবল, আসবাবপত্র এবং অপারেশন থিয়েটারের সরঞ্জাম না থাকায় চিকিৎসা কার্যক্রম চালু করা সম্ভব হয়নি।

স্থানীয়দের মতে, চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। গত এক বছরে এসব দুর্ঘটনায় শতাধিক মানুষ আহত হয়েছেন, যাদের জরুরি চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিতে হয়েছে। এতে সময় ও ভোগান্তি দুটোই পোহাতে হয়েছে রোগী ও স্বজনদের। ট্রমা সেন্টারটি চালু হলে দুর্ঘটনার শিকারদের জন্য তা হবে অনেক বড় সহায়তা।