খুলনার দাকোপ উপজেলার বানিশান্তা ইউনিয়নের বানিশান্তা বাজারের ৫ নম্বর ওয়ার্ড এলাকা থেকে বানিশান্তা ইউনিয়ন বিএনপির স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজু হাওলাদার (৩২) এর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে দাকোপ থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত রাজু হাওলাদার ওই এলাকার মৃত শাহ আলম হাওলাদারের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ১৩ জানুয়ারি দুপুরে রাজু হাওলাদারের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় দীর্ঘ সময় সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় তারা তার গলায় ফাঁস দেওয়া অবস্থায় লাশ দেখতে পান। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।