সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা : জামালপুর -৪ সরিষাবাড়ী আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী এড. আব্দুল আওয়াল বলেছেন, আদর্শ ও কল্যাণমুখী বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামীর বিকল্প নেই। স্বাধীনতার পরবর্তী সময়ে কোনো দল বাংলাদেশের উন্নয়ন নিয়ে ভাবেননি। দেশের সম্পদ দূর্নীতি করে নিজেরাই সম্পদের পাহাড় গড়েছে। জামায়াতে ইসলামীর কোনো সদস্য কখনো দূর্নীতি করেনা আগামীদিনে জনগণের ভোটে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে দূর্নীতি করবেনা। গত ২৫ জানুয়ারী সন্ধায় উপজেলা চত্বর এলাকায় পৌরসভার ১নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর নির্বাচনী অফিস উদ্বোধন সময় আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় জামায়াতে ইসলামী সর্বদাই অঙ্গীকারবদ্ধ। জামায়াতে ইসলামী দেশ পরিচালনায় দ্বায়িত্ব পেলে ন্যায়, নীতি ও ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা পরিচালিত করবে।
আব্দুল আওয়াল আরো বলেন, জামায়াতে ইসলামী বিগত ১৭ বছর স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের সাথে আরো কিছু রাজনৈতিক দল ছিলো। ১৭ মাসেই তাদের কথাবার্তা এখন পরিবর্তন হয়ে গেছে। তারা সেই পতিত সরকারের মতোই কথা বার্তা বলছে। ক্ষমতা আর রাজনীতির স্বার্থে তাদের এই কথাবার্তা। আগামী ১২ ফেব্রুয়ারী দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দেশ পরিচালনা করার সুযোগ দিতে সবাইকে অনুরোধ জানান।
বাংলাদেশ জমিঈয়তে আহলে হাদীস উপজেলা কমিটির সভাপতি মাওলানা হাবিবুর রহমান ফারুকীর সভাপতিত্বে ও জামায়াতে ইসলামী পৌর ১ নং ওয়ার্ড কমিটির সভাপতি মাওলানা নাছির উদ্দীনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, সাবেক স্কুল শিক্ষক মামুনুর রশীদ সবুজ, মোঃ আলী জিন্নাহ, মজিবর রহমান, চাঁন মিয়া, রায়হান মিয়াসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।