ফেনী সংবাদদাতা : ফেনীতে অপারেশন ডেভিল হান্টে এ যাবৎ ৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, জেলায় গত ১৫ দিনের বিশেষ অভিযানে আটককৃত এসব ডেভিলদের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের বিভিন্ন মামলায় সন্দিগ্ধ আসামী হিসেবে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর মধ্যে উল্লেখযোগ্য আওয়ামী লীগের নেতাদের তালিকায় রয়েছেন কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য ও ফেনী জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শাখাওয়াত হোসেন ভূঁইয়া।

এর আগে শুক্রবার দুপুর থেকে রোববার দুপুর পর্যন্ত জেলার ৬ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের সত্যপুর গ্রামের মো. কামাল উদ্দিন মাস্টার (৪৬), ফেনী পৌরসভার বারাহিপুর এলাকার মো. আবুল হাসেম (৫৩), সদর উপজেলার কালিদহ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মো. আরিফুল ইসলাম আরিফ (৩২), বালিগাঁও ইউনিয়নের বেতাগাঁও গ্রামের মো. হাসান শরীফ (৩৩), ফাজিলপুর ইউনিয়নের মধ্যম শিবপুর গ্রামের আবুল কাশেম (৫৪), বালিগাঁও ইউনিয়নের কাতালিয়া গ্রামের আরাফাত হোসেন ইমন (২২) ও পরশুরাম উপজেলার অনন্তপুর গ্রামের আলী হোসেন তপন।

তবে এখনও অধরাই থেকে যাচ্ছে জুলাই গণঅভ্যুত্থানে ফেনীর মহিপালে ছাত্র-জনতার উপর নির্বিচারে হত্যাযজ্ঞে লিপ্ত ভয়ংকর অস্ত্রধারীরা। ফলে অপারেশন ডেভিল হান্টেও স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরছে না।

এ ব্যাপারে জানতে চাইলে ফেনী জেলা জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি মাওলানা আবদুর রহিম বলেন, বিগত সময়ে জেলায় প্রকাশ্যে অবৈধ অস্ত্রবহনকারীদের মধ্যে হয়তো গুটিকয়েকজন দেশ ছেড়ে পালিয়েছে। বাকীদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে যৌথবাহিনীর তেমন কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। ফলে এখনও মানুষের মাঝে এনিয়ে আতঙ্ক বিরাজ করছে।

একই বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, এ অপারেশানের কোনো কার্যক্রমইতো চোখে পড়ছে না। শতশত অস্ত্রধারী গত ৪ আগস্ট মহিপালে ছাত্র-জনতার উপর প্রকাশ্যে গুলি চালিয়ে ব্যাপক হতাহত করেছে।তারাও তো গ্রেপ্তার হচ্ছেনা। এছাড়া ওইসব ভয়ংকর অস্ত্রগুলো এখন কোথায়? সেগুলো উদ্ধার করা না গেলে এ অভিযান লোকদেখানো ছাড়া আর কিছুইনা।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) নোবেল চাকমা বলেন, ফেনীতে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যার ঘটনায় ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের গ্রেপ্তার করে হচ্ছে।সকল অস্ত্রধারীদের গ্রেপ্তারে সর্বাত্বক চেষ্টা অব্যাহত রয়েছে।