টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) সংবাদদাতা: মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার পাঁচগাঁও ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী টঙ্গীবাড়ী উপজেলা শাখা'র পাঁচগাঁও ইউনিয়ন এর আয়োজনে পবিত্র মাহে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল করা হয়েছে। সোমবার বাদ আছর হইতে মাগরিব পর্যন্ত আলোচনা সভা হয়,পরে ইফতার মাহফিল সমপন্ন হয়।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, মুন্সীগঞ্জ জেলার সাবেক আমীর ও মুন্সীগঞ্জ-২ (লৌহজং -টঙ্গীবাড়ী)মানুষের অত্যান্ত পরিচিত মুখ জননেতা প্রফেসর এবিএম ফজলুল করিম সাহেব। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে পবিত্র মাহে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা পেশ করেন মুন্সীগঞ্জ জেলা শূরা ও তরবীয়াত সেক্রেটারি মাওলানা এ,কে,এম, ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টঙ্গীবাড়ী উপজেলা শাখার আমীর মাওলানা আবদুল বারী,টঙ্গীবাড়ী উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান।বাংলাদেশ জামায়াতে ইসলামী পাঁচগাঁও ইউনিয়ন সভাপতি শহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও পাঁচগাঁও ইউনিয়ন সাবেক সেক্রেটারি ও রোকন কর্মী মোঃ আঃ সালাম এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ধীপুর ইউনিয়ন সভাপতি ডাঃ সামসুদ্দোহা,আড়িয়ল ইউনিয়ন সভাপতি আফজাল হোসেন, হাসাইল ইউনিয়ন সভাপতি মোঃ হুসাইন খান,মোঃ সিদ্দিকুর রহমান, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সদস্য সচিব ও দৈনিক সংগ্রাম পত্রিকার উপজেলা সংবাদদাতা সামসুদ্দিন তুহিন,কামার খাড়া ইউনিয়ন সভাপতি মোঃ আমিনুল ইসলামসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সমর্থক ও জনশক্তিবৃন্দ।