বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি), রংপুর রেঞ্জ ও জেলার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ভিডিপি প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষ্যে গত সোমবার রংপুরে নানা আনুষ্ঠানের আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষ্যে সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর রেঞ্জের রেঞ্জ উপ মহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল। এ সময় তিনি বলেন দেশের আর্থ-সামাজিক উন্নয়ন, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের শান্তি-শৃঙ্খলা রক্ষা ও উন্নয়নে ভিডিপি সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশ ও জাতির যে কোনো ক্রান্তিলগ্নে সমস্যার মোকাবেলায় আনসার ও ভিডিপি সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সামনে গুরুত্বপূর্ণ নির্বাচনে ঐতিহাসিক ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রংপুর আনসার ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট রাশেদুল ইসলাম, সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।