আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা : অপারেশন ডেভিল হান্ট অভিযানে কার্যক্রম নিষিদ্ধ বরিশালের উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম হাওলাদার এবং আগৈলঝাড়া উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন—উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম হাওলাদার ও আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগের সদস্য রাকিব সরদার।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত প্রায় ১০টার দিকে উজিরপুর উপজেলায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে নুরুল ইসলাম হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। পরদিন শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

স্থানীয় সংবাদকর্মীরা জানান, নুরুল ইসলাম হাওলাদার দীর্ঘদিন ধরে দৈনিক যায়যায়দিন পত্রিকার উজিরপুর উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

অন্যদিকে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খাঁন জানান, শুক্রবার দিবাগত রাতে অপারেশন ডেভিল হান্ট অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের আগৈলঝাড়া উপজেলা শাখার সদস্য রাকিব সরদারকে গ্রেপ্তার করা হয়। পরে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদের মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের অংশ হিসেবে এলাকায় অপরাধ ও নাশকতা দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।