বাংলাদেশ কারিগরী শিক্ষক পরিষদ রংপুর মহানগর শাখার মতবিনিময় সভা রোববার নগরীর সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বাকশিপ রংপুর মহানগর শাখার সভাপতি মোহাম্মদ আব্দুল বারীর সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কারিগরী শিক্ষক পরিষদের কেন্দ্রিয় কমিটির সভাপতি সৈয়দ আব্দুল আজিজ।
আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন রংপুর সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আফজাল হোসেন মন্ডল এবং ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনির্য়াস (এফডিইবি) এর ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আব্দুছ ছাত্তার শাহ্।
শেষে মোহাম্মদ আব্দুল বারীকে সভাপতি এবং মোকছেদ আলীকে সেক্রেটারী করে ২৫ সদস্য বিশিষ্ট বাংলাদেশ কারিগরী শিক্ষক পরিষদ রংপুর মহানগর শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়।