নরসিংদীর রায়পুরা উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক এবং মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুর এলাহীকে গ্রেফতার করেছে রায়পুরা থানা পুলিশ। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরের ‘অপারেশন ডেভিল হান্ট’ ফেজ-২ এর আওতায় তাকে মির্জাপুর ইউনিয়ন এলাকা থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংসবাদের ভিত্তিতে ‘অপারেশন ডেভিল হান্ট’ ফেজ-২ এর আওতায় মির্জাপুর ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করে রায়পুরা থানা পুলিশ। সে অভিযানে দুপুর সাড়ে ১২টার দিকে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক এবং মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুর এলাহীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলাসহ রায়পুরা এবং নরসিংদী মডেল থানায় একাধিক মামলা রয়েছে।
রায়পুরা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মুজিবুর রহমান জানান, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা রায়পুরা থানার একটি মামলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মঞ্জুর এলাহীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলাসহ রায়পুরা এবং নরসিংদী মডেল থানায় একাধিক মামলা রয়েছে।