পেকুয়া উপজেলা জামায়াতের আমীর ফাঁসিয়াখালী ইসলামিয়া কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ উদ্দিনের মাতার নামাযে জানাযা পূর্ব মেহেরনামা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকাল সাড়ে চারটায় অনুষ্ঠিত জানাযায় ইমামতি করেন মরহুমার ছেলে মাওলানা ইমতিয়াজ উদ্দিন। এতে সর্বস্তরের শোকাহত মানুষের ঢল নামে। পরে মরহুমার মৃতদেহ স্থানীয় কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়। বিশাল নামাযে জানাযায় অংশগ্রহণ করেন চকরিয়া-পেকুয়া আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আবদুল্লাহ আল ফারুক, কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়েত উল্লাহ, জেলা কর্মপরিষদ সদস্য আখতার আহমদ, পেকুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, সাবেক ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান মনজু, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফরিদুল আলম, পেকুয়া উপজেলার সাবেক আমীর মাস্টার আবুল কালাম আযাদ, চকরিয়া উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা ছাবের আহমদ, বরইতলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সালেকুজ্জামান প্রমুখ।

উল্লেখ্য, পেকুয়া উপজেলা জামায়াতের মাওলানা ইমতিয়াজ উদ্দিনের মাতা পূর্ব মেহেরনামা নিবাসী বদিউজ্জামান বেগম (৭১) বার্ধক্যজনিত কারণে গতকাল রোববার সকাল ৬টার দিকে চট্টগ্রামের বাসায় ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।