নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে ঐতিহ্যবাহী জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবুবকর সিদ্দিক ও সাধারণ স¤পাদক মাসুদ রানাকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত শনিবার দুপুরে জয়পুরহাট প্রেসক্লাবের হলরুমে এক জরুরী বিশেষ সাধারণ সভায় অধিকাংশ সদস্যদের মতামতে এই সিদ্ধান্ত গৃহীত হয়। কমিটির অন্যান্য পদ ঠিক রাখা হয়েছে। সাধারণ সভায় পদাধিকার বলে এবং উপস্থিত সকল সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন ভারপ্রাপ্ত সভাপতি সিনিয়র সহ-সভাপতি মাশরেকুল আলম ও সাধারণ সম্পাদক সময় টিভি’র স্টাফ রিপোর্টার শাহিদুল ইসলাম সবুজ দায়িত্ব দেওয়া হয়।
সভাপতি ও সেক্রেটারির অর্থনৈতিক লেনদেনে অসংগতি প্রমাণিত হওয়ায় সকল সদস্যদের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয় প্রেসক্লাবের অধিকাংশ সদস্যরা। সাধারণ সভায় দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার সিদ্ধান্তও গৃহীত হয়।