সিরাজগঞ্জ সংবাদদাতা : বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের আহ্বানে সিরাজগঞ্জের মালসাপাড়া পৌর কবরস্থান মসজিদে জুলাই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র গণআন্দোলন গণঅভ্যুত্থানে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
দোয়া পরিচালনা করেন মালসাপাড়া পৌর কবরস্থান মসজিদের খতিব ও ইমাম মুফতি হাফেজ মাওলানা জুবায়ের হোসেন সাহেব।
জুমা নামাযের খুৎবার আগে শহীদদের আতœার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতাসহ দেশ ও জাতির কল্যাণ কামনায় শরীক হওয়ার জন্য মুসুল্লিদের প্রতি আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সজিব সরকার। আরো বক্তব্য রাখেন সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি, বাসস ও বাংলাভিশন টিভির জেলা প্রতিনিধি হারুন অর রশীদ খান হাসান।
সমন্বয়কদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইয়াসির আরাফাত ইশান, সেজান সরদার, টি এম মুশফিক সাদ, সাদমান জাহিন, জাহিদ হাসান শাওন সহ আরও অনেক। মোনাজাতে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।