জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন ক্যাম্পাস আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা গতকাল শনিবার রাজধানীর তেজগাঁও কলেজে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আয়োজিত এক ঘণ্টার এই পরীক্ষায় মোট ১,৬২৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এ প্রোগ্রামে চার বিষয়ে, এলএলবি, বিবিএ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্সে স্নাতক সম্মান ডিগ্রি প্রদান করা হবে। প্রতিটি বিষয়ে ৪০টি করে আসনসহ মোট আসন সংখ্যা ১৬০।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। এ সময় প্রো ভিসি প্রফেসর ড. লুৎফর রহমান ও প্রফেসর ড. নূরুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযমসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
ভিসি প্রফেসর আমানুল্লাহ বলেন, শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে অন ক্যাম্পাস আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা চালু করা হয়েছে, যা মেধাভিত্তিক শিক্ষার্থী নির্বাচনে সহায়ক হবে।