ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা : দিনাজপুর ফুলবাড়ী মহাসড়কের পার্শ্বে রয়েছে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। হাসপাতাল থেকে বেরিয়েই জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হতে হয় রোগী এবং তার সাথে থাকা লোকজনকে। ইতিপূর্বে হাসপাতালের গেটের সামনে সড়ক দুর্ঘটনায় অনেকে আহত ও নিহত হয়েছেন। প্রতিদিন হাসপাতালে চিকিৎসা নিতে আসা শতশত রোগীকে এভাবে রাস্তা পারাপার হতে হয়। আর দিনাজপুর থেকে ছেড়ে আসা এবং ফুলবাড়ী থেকে দিনাজপুর দ্রুতগামী যানবাহনগুলো সবসময় ছুটে চলছে। এরই মধ্যে দুর্ঘটনা ঘটে যায়। ইতিপূর্বে উপজেলা প্রশাসন থেকে এখানে একটি স্প্রিড বেকার দেয়ার জন্য বলা হয়েছিল। কিন্তু আজ পর্যন্ত এখানে কোন স্প্রিড বেকার দেয়া হয়নি। এ ব্যাপারে ফুলবাড়ীর সুধিজন দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।