আশরাফুল আলম সিদ্দিকী কাজল, (চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা, এন্ট্রি পদ নবম গ্রেড বাস্তবায়নসহ ৫ দফা দাবি বাস্তবায়ন করার লক্ষ্যে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি’র জেলা শাখার নেতৃবৃন্দরা সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আনিসুর রহমানের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে। স্মারকলিপিতে বলা হয়,্ বৈষম্যবিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত জনতার সরকার বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান বৈষম্য নিরসনে প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষা মানুষের অন্যতম মৌলিক অধিকার। সুশাসন নিশ্চিত করার জন্য শিক্ষার গুরুত্ব অপরিসীম। শিক্ষা ব্যবস্থা সংস্কার করা সরকারের অন্যতম কাজ বলে প্রধান উপদেষ্টা মহোদয় ইতোমধ্যে ঘোষণা করেছেন। এতে বিভিন্ন সমস্যায় জর্জরিত শিক্ষার মেরুদন্ড মাধ্যমিক স্তরের শিক্ষক-কর্মকর্তাগণ আশান্বিত। বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) প্রায ১৩ হাজার শিক্ষকের প্রতিনিধিত্বকারী একটি পেশাজীবি সংগঠন। সরকারি মাধ্যমিকে পদোন্নতিযোগ্য পদ মাত্র ৪%। যৌক্তিক কোনো পদসোপান না থাকায় দীর্ঘ ৩২/৩৩ বছর চাকুরী করেও অধিকাংশ শিক্ষককে পদোন্নতি ছাড়াই অবসরে যেতে হয়। পদোন্নতি অনিয়মিত বিধায় বেশকিছু পদ খালি পড়ে থাকে। যা পদোন্নতি বঞ্চিতদের হতাশ করার পাশাপাশি মানসম্মত শিক্ষা বাস্তবায়নে অন্তরায় হিসেবে কাজ করে। সরকারি মাধ্যমিকে শিক্ষক-কর্মকর্তাগণ প্রাপ্য বকেয়া টাইমস্কেল, পদমর্যাদা, পদোন্নতি, পদায়ন সহ চাকুরির বিভিন্নক্ষেত্রে বৈষম্যের শিকার। বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার অংশ হিসেবে সরকারি মাধ্যমিকে বিদ্যমান বৈষম্য নিরসন জরুরী। মেধা ও মননে আধুনিক এবং চিন্তা-চেতনায় প্রাগ্রসর একটি সুশিক্ষিত জাতিই একটি দেশকে উন্নতির শিখরে পৌঁছে দিতে পারে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে প্রশিক্ষিত দক্ষ জনবলের কোনো বিকল্প নেই। দক্ষ জনবল সৃষ্টির অন্যতম প্রধান বাহন হলো শিক্ষা।
গ্রাম-গঞ্জ-শহর
চাঁপাইনবাবগঞ্জে ৫ দফা দাবি বাস্তবায়নে সরকারি মাধ্যমিক শিক্ষকদের স্মারকলিপি
চাঁপাইনবাবগঞ্জে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা, এন্ট্রি পদ নবম গ্রেড বাস্তবায়নসহ ৫ দফা দাবি