শাজাহানপুর (বগুড়া) সংবাদদাতা: বগুড়ার শাজাহানপুরের আশেকপুর ইউনিয়নের সাবরুল বাজারে দাঁড়িপাল্লা প্রতীকে গণসংযোগ করেন বগুড়া-৭ আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী গোলাম রব্বানী। গতকাল বুধবার বিকাল ৫টায় তিনি এ গণসংযোগ করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর আলহাজ্ব আব্দুল লতিফ প্রামাণিক, আসন পরিচালনা কমিটির সদস্য সচিব ও উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুর রশিদ, ইউনিয়ন আমীর নজরুল ইসলাম, নায়েবে আমীর আবু হানিফ, ইউনিয়ন সেক্রেটারি জহুরুল ইসলাম সহ শতাধিক নেতাকর্মী।