দিনাজপুর অফিস: গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যাসহ সকল প্রকার সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর। দিনাজপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর’র সভাপতি সাদাকাত আলী খানের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউনিয়নের সহ-সভাপতি ও এনটিভির স্টাফ রিপোর্টার মো. ফারুক হোসেন, সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন, অর্থ সম্পাদক আব্দুস সালাম, দিনাজপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক একরামুল হক আবির, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা’র সাধারণ সম্পাদক সৈয়দ ইমরুল কায়েস রুপম, দিনাজপুরের চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার শাহ আলম শাহী, দৈনিক কালের কন্ঠ পত্রিকার দিনাজপুর প্রতিনিধি এমদাদুল হক মিলন প্রমুখ।

পাবনা

পাবনা সংবাদদাতা : সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকা-ের প্রতিবাদে পাবনায় মানববন্ধন করেছে পাবনা প্রেসক্লাব। প্রেসক্লাব পাবনা চত্বরে সাংবাদিক, সাহিত্যিক সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাব পাবনার যুগ্ম সম্পাদক কামরুল ইসলামের সঞ্চালনায় প্রতিবাদ ও মানববন্ধনে সভাপতিত্ব করেন ক্লাবের সহ-সভাপতি শফিউল আলম দুলাল। মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রেসক্লাব পাবনার সাধারণ সম্পাদক রফিকুল আলম রঞ্জু, কল্যাণ সম্পাদক আব্দুল্লাহ আল মোমিন, দৈনিক জীবন কথার ব্যবস্থাপক ফারুক হোসেন, পাবন সাংস্কৃতিক সংসদের উপদেষ্টা অধ্যাপক কামরুজ্জামান, সুধীর কুমার কলেজের অধ্যাপক জাকির হোসেন, ধানুয়াঘাটা ডিগ্রি কলেজের অধ্যাপক রবিউল করিম, এস টিভির পাবনা প্রতিনিধি হুমায়ুন রাশেদ প্রমুখ।

বক্তারা সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকান্ডের তীব্র নিন্দা জানান এবং চিহ্নিত সন্ত্রাসীদের অনতিবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

টাংগাইল

টাংগাইল সংবাদদাতা : গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে এবং গ্রেফতারকৃতদের বিচারের দাবিতে টাংগাইলে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে টাংগাইল সাংবাদিক ইউনিয়ন। শনিবার দুপুরে শহরের নিরালা মোড়ে শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সুশীল সমাজের লোকজন অংশ নেয়।

সোনারগাঁও

সোনারগাঁও সংবাদদাতা: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে গাজিপুরে প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মোগরাপাড়া চৌরাস্তা জামে মসজিদের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সোনারগাঁয়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের আয়োজনে উপস্থিত ছিলেন, সাংবাদিক গাজী মোবারক, আজাদ, শাহাদাত হোসেন রতন, মিজানুর রহমান, রবিউল হোসাইন, মো. শাহ জালাল মিয়া, কামরুল ইসলাম পাপ্পু, মাসুম মাহমুদ, ফাহাদুল ইসলাম, ময়নাল হোসাইন, কে এম রাজু, আকতার হোসেন, মুকতার, জসিমউদ্দিন রাজিব, মোকাররম মামুনসহ সোনারগাঁ উপজেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদ বৃন্দ।

চকরিয়া

চকরিয়া সংবাদদাতা: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচারের দাবিতে চকরিয়া প্রেসক্লাব ও চকরিয়ার কর্মরত সাংবাদিকদের ব্যানারে চকরিয়া পৌরশহরে পৃথক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কুমারখালী

কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা : কুমারখালীতে গাজীপুরের দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার এবং ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কুমারখালী প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সামনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে কুমারখালী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বকুল চৌধুরির সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে কুমারখালী প্রেসক্লাবের সভাপতি ও মাইটিভি প্রতিনিধি লিপু খন্দকার, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহমুদ শরীফ, সহ সভাপতি মনোয়ার হোসেন, জাকের আলী শুভ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক তানভীর লিটন, দপ্তর সম্পাদক মাসুদ রানা, কোষাধ্যক্ষ মাহমুদ আলাল, কাঙ্গাল হরিনাথ প্রেসক্লাবের আহ্বায়ক খান আতাউর রহমান সুজন, সদস্য সচিব রফিক মোল্লাসহ অনেকে উপস্থিত ছিলেন।