রাজধানীতে পৃথক স্থান থেকে দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। কামরাঙ্গীরচরের ব্যাটারি ঘাট এলাকায় সিটি করপোরেশনের ময়লা সংগ্রহের স্থান (ডাস্টবিন) থেকে মো. সাব্বির (২০) নামের এক পরিচ্ছন্নতাকর্মীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এদিকে কদমতলীর শনিরআখড়া এলাকার একটি বাসা থেকে জান্নাত মেহেদী সোভা (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তিনি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, কামরাঙ্গীরচরের ব্যাটারি ঘাট এলাকা থেকে উদ্ধার করা মো. সাব্বিরের লাশ গতকাল বুধবার ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় কামরাঙ্গীরচর থানা পুলিশ। এর আগে মঙ্গলবার বিকেলে লাশ উদ্ধার করা হয়। কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওমর ফারুক বলেন, খবর পেয়ে বিকেলে কামরাঙ্গীরচরের ব্যাটারি ঘাট এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৬নং ওয়ার্ডের ময়লার ডাস্টবিন থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বলেন, নিহত যুবক একটি ঠিকাদারি বেসরকারি কোম্পানির পরিচ্ছন্নতাকর্মী ছিলেন বলে জানতে পেরেছি। তার মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। সাব্বির কামরাঙ্গীরচরের হুজুর পাড়া বেলিরোড এলাকায় মুক্তার হোসেনের বাসায় ভাড়া থাকতেন। তার বাবার নাম আব্দুল খালেক।
অন্যদিকে, রাজধানীর কদমতলীর শনিরআখড়া এলাকার একটি বাসা থেকে জান্নাত মেহেদী সোভা নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার ভোর ৫টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সোভার চাচা রাসেল বলেন, ৫-৬ মাস আগে ফারহান নামের এক ছেলের সঙ্গে আমার ভাতিজির বিয়ে হয়। মঙ্গলবার মধ্যরাতে তাদের মধ্যে ঝগড়া হয়। এনিয়ে অভিমান করে রুমে গিয়ে গলায় ফাঁস নেয় সে। পরে তার স্বামী ফারহান তাকে উদ্ধার করে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, সোভার গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার রাজাপুর এলাকায়। তার বাবার নাম মেহেদী মাসুদ সবুজ। সে কদমতলী এলাকায় থাকত। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।