বায়জীদ বোস্তামী,বরিশাল অফিস : বরিশালে সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে কতিপয় ধর্ম ব্যবসায়ী মহলের বিরুদ্ধে। এ ঘটনায় বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও নগর প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছে সচেতন মহল। তবুও ধর্মকে সামনে রেখে অবৈধভাবে ফাঁকে ফাঁকে মসজিদ নির্মাণ কাজ চলমান রেখেছেন। ইসলামের নিয়ম অনুযায়ী জমি নিয়ে দ্বন্দ্ব বা বিরােধপূর্ণ জমিতে কেউ জোরপূর্বক ধর্মীয় প্রতিষ্ঠান উত্তোলন করলে সেখানে ইবাদত পালন হয় না। ধর্মপ্রাণ একাধিক মুসুল্লি এ কথার সত্যতা স্বীকার করলেও বরিশাল বিবি পুকুরের পূর্ব পাড়ে থাকা মসজিদের কতিপয় ব্যক্তি তা মানছে না। ইসলামের নিয়ম কানুন না মেনেই জোরপূর্বক মসজিদ নির্মাণ করে যাচ্ছে। মসজিদ নির্মাণের নামে পথচারীদের কাছ থেকে প্রতিদিন উত্তোলন করা হচ্ছে টাকা। দিনের বেলায় নামাজের সময় রাস্তা আটকে আদায় করা হয় নামাজ। সেই সময় ভোগান্তি পোহাতে হয় পথচারীদের। যা দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। সচেতন মহলের পক্ষে ২৬ ফেব্রুয়ারি মোস্তফা কামাল খানের দেওয়া ওই অভিযোগের পর অবৈধ স্থাপনা নির্মাণের স্থান পরিদর্শন করেছেন সিটি করপোরেশন কয়েক জন কর্মকর্তা।
জমির মালিক বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, “আমরা অভিযোগ পেয়েছি এবং অবৈধ নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছি। সরকারি জায়গায় অনুমতি ছাড়া কেউ স্থাপনা নির্মাণ করতে পারে না। যদি কেউ অনুমতি ছাড়াই কাজ চালিয়ে যায়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”